বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানী নগর) আসনে সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী অধ্যক্ষ আব্দুল হান্নান সোমবার (৯ জুন) বিশ্বনাথ উপজেলার বিভিন্ন ইউনিয়নে গণ-সংযোগ ও বিশিষ্ট ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করেছেন।
এদিন তিনি খাজাঞ্চী, অলংকারী ও রামপাশা ইউনিয়নের বিভিন্ন গ্রামের মুরুব্বি ও স্থানীয় নেতৃবৃন্দের সঙ্গে আলোচনা করেন।
এসময় উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকী, মজলিসে শুরা সদস্য আব্দুল মালিক, হাফিজ মোহাম্মদ আলী, অলংকারী ইউনিয়ন জামায়াতের আমীর কামাল আহমদ, রামপাশা ইউনিয়ন জামায়াতের আমীর হাজী আব্দুন নুর, সহ-সভাপতি হাফিজ আব্দুল কাইয়ুম, সেক্রেটারি শাহেদ আহমেদ, খাজাঞ্চী ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি আব্দুল ওয়াদুদ, সহকারী সেক্রেটারি মাষ্টার আবুল কালাম, জামায়াত নেতা জসিম উদ্দিন কাওসার, আতিকুর রহমান, আব্দুল্লাহ আল মামুন, মোজাহিদ আলী, ইব্রাহিম খলিল প্রমুখ।
অধ্যক্ষ আব্দুল হান্নান এ গণ-সংযোগে তার নির্বাচনী ইশতেহার ও জামায়াতে ইসলামীর নীতি ও উদ্দেশ্য তুলে ধরেন। তিনি স্থানীয় জনগণের মধ্যে সমর্থন বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনা আলোচনা করেন।
আরোও পড়ুন:: বিশ্বনাথে বিদ্যুৎ সমস্যা সমাধানে জরুরী সভা।