বিশ্বনাথে বাসিয়া নদী পরিষ্কার কার্যক্রম শুরু

Ayas-ali-Advertise
বিশ্বনাথে বাসিয়া নদী পরিষ্কার কার্যক্রম শুরু
বিশ্বনাথে বাসিয়া নদী পরিষ্কার কার্যক্রম শুরু।
বিশ্বনাথে বাসিয়া নদী পরিষ্কার কার্যক্রম শুরু
বিশ্বনাথে বাসিয়া নদী পরিষ্কার কার্যক্রম শুরু।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথ উপজেলায় বাসিয়া নদীকে দূষণমুক্ত করতে পাঁচ দিনের পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু হয়েছে। উপজেলা প্রশাসন ও পৌরসভার উদ্যোগে এবং সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) বর্জ্য ব্যবস্থাপনা বিভাগের সহায়তায় বাস্তবায়িত হচ্ছে এ কার্যক্রম।

শনিবার (২২ মার্চ) দুপুরে ‘উপজেলা কোর্ট পয়েন্ট থেকে টিএন্ডটি মোড়’ পর্যন্ত নদীর প্রায় ৪৫০ মিটার এলাকা পরিষ্কার করার কার্যক্রম উদ্বোধন করা হয়। বিশ্বনাথ পৌরসভার নিজস্ব ডাম্পিং স্টেশন না থাকায় নদী থেকে উত্তোলিত বর্জ্য সিসিকের নির্ধারিত স্থানে ডাম্পিং করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়। তিনি বলেন, “বাসিয়া নদী দীর্ঘদিন ধরে দখল ও দূষণের শিকার। এ কারনে সিলেট অঞ্চলে বন্যার প্রবণতা বেড়েছে। পানির স্বাভাবিক প্রবাহ নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতে নদীর দুই তীরের অবৈধ স্থাপনাও উচ্ছেদ করা হবে।”

বিশ্বনাথ পৌরসভার প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদেরের সভাপতিত্বে এবং পৌরসভার কার্য সহকারী জগন্নাথ সাহার পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী আবু সাঈদ, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলী, সাধারণ সম্পাদক লিলু মিয়া, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মতিউর রহমান, থানার এসআই সাঈদ আহমদ ও বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন।

বিশ্বনাথ পৌরসভার প্রকৌশলী ববি মজুমদার জানান, পরিষ্কার কার্যক্রমে আনুমানিক ৬-৭ লাখ টাকা ব্যয় হতে পারে। তবে প্রকল্প শেষে ব্যয়ের পরিমাণ সমন্বয় করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪