বিশ্বনাথে প্রবাসী দেবরের বিরুদ্ধে ক্যান্সার আক্রান্ত ভাবীর খুন-গুম ও জমি দখলের অভিযোগ

Ayas-ali-Advertise
বিশ্বনাথে প্রবাসী দেবরের বিরুদ্ধে ক্যান্সার আক্রান্ত ভাবীর খুন-গুম ও জমি দখলের অভিযোগ
প্রবাসী দেবরের বিরুদ্ধে খুন-গুম ও জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ভাবী মোছাঃ আছিয়া আইয়ুব মিনা।
বিশ্বনাথে প্রবাসী দেবরের বিরুদ্ধে ক্যান্সার আক্রান্ত ভাবীর খুন-গুম ও জমি দখলের অভিযোগ
প্রবাসী দেবরের বিরুদ্ধে খুন-গুম ও জমি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করছেন ভাবী মোছাঃ আছিয়া আইয়ুব মিনা।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে যুক্তরাজ্য প্রবাসী দেবরের বিরুদ্ধে ‘হত্যা-গুম, বাড়ি থেকে উচ্ছেদ করে দখলের চেষ্টা, আদালতের নির্দেশনা উপেক্ষা করে মানুষের চলাচলের একটি রাস্তা কাটা, বসতবাড়ির একটি অংশ দখল করে দেয়াল নির্মাণের’ অভিযোগ তুলেছেন ক্যান্সারে আক্রান্ত ভাবি।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে মরহুম অ্যাডভোকেট আইয়ুব আলীর স্ত্রী মোছাঃ আছিয়া আইয়ুব মিনা বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসী কাউছার আলী ও তার স্ত্রী জয়রুন উরফে জনতা বেগম আমার স্বামীর পৈতৃক সম্পত্তি দখলের জন্য নানা ষড়যন্ত্র করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ১৪ ডিসেম্বর আদালতের আদেশ অমান্য করে তারা (কাউছার-জনতা) বহিরাগতদের সহযোগিতায় জোরপূর্বক আমার স্বামীর নির্মিত বসতঘরের পশ্চিম অংশ দখল করে দেয়াল নির্মাণ করেছেন এবং প্রকাশ্য দিবালোকে একটি রাস্তা কেটে সেখানে দেয়াল নির্মাণ করে মানুষের চলাচলের পথ বন্ধ করেছেন।

বসতঘরের অংশে দেয়াল নির্মাণের কারণ জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ও যুক্তরাজ্য প্রবাসী কাউছার আলী আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং হুমকি দিয়ে বলেন যে, তিনি উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুনের মাধ্যমে ওই সম্পত্তি (আমার স্বামীর পৈতৃক অংশ) দখল করার জন্য ‘প্রশাসন ও নেতাদের’ সঙ্গে ২০ লাখ টাকার চুক্তি করেছেন।

হুমকির কিছুক্ষণ পরই সেখানে আব্দুল মুমিন মামুন উপস্থিত হন এবং নিজে উপস্থিত থেকে আমার স্বামী-সন্তানের স্মৃতিবিজড়িত বসতঘরের পশ্চিম অংশ দখল করে দেয়াল নির্মাণের তত্ত্বাবধান করেন। আমি এ বিষয়ে যুক্তরাজ্য প্রবাসী আমার বড় মেয়ে ফাহমিনা নূর লিপিকে জানালে তিনি বিষয়টি উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি গৌছ আলীকে অবহিত করেন। পরে, গৌছ আলী আমার মেয়ের ভাসুরের সঙ্গে আলোচনা করে বিষয়টি সমাধানের উদ্দেশ্যে ১৭ ডিসেম্বর সকাল ১১টায় আব্দুল মুমিন মামুনের বাড়িতে বৈঠকের তারিখ নির্ধারণ করেন। তবে পরের দিন বিকেলে তারা (কাউছার-জনতা) বৈঠকে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানান।

এর আগে গত ‘৩ ও ৫ ডিসেম্বর’ স্থানীয় মুরব্বি এবং উপজেলা আওয়ামী লীগের সদস্য শেখ নূর মিয়া ও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুনের মধ্যস্থতায় আমাদের বাড়িতে দুটি বৈঠক অনুষ্ঠিত হয়েছিল।

লিখিত বক্তব্যে মোছাঃ আছিয়া আইয়ুব মিনা অীভিযোগ করেন, ১৬ ডিসেম্বর রাতে প্রবাসী আওয়ামী লীগ নেতা কাউছার আলী তার ব্যবহৃত (০১৭২৮-২৫২৯৭৪) মোবাইল থেকে আমার (আছিয়া) ভাড়াটিয়া এমদাদুল হকের মোবাইলে (০১৭১১-৯১২০৭৮) ফোন করে রুম খালি করার নির্দেশ দেন এবং যুক্তরাজ্য প্রবাসী আমার বড় মেয়ে ফাহমিনা নূর লিপিকে প্রাণনাশের হুমকি দেন।

এদিকে নিজের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা দাবি করে যুক্তরাজ্য প্রবাসী ও আওয়ামী লীগ নেতা কাউছার আলী বলেন, কাগজপত্র অনুযায়ী এটি আমার অংশ, তাই সেখানে দেয়াল নির্মাণ করেছি। আমার কাছে সকল বৈধ দলিল-প্রমাণ রয়েছে।

বিশ্বনাথ উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মুমিন মামুন বলেন, ঐ দিন ঘটনাস্থলে সমস্যা হচ্ছে বলে স্থানীয় একজন মুরব্বি আমাকে জানান, আমি যেন পরিস্থিতি শান্ত করতে সেখানে যাই। সেখানে গিয়ে উভয় পক্ষের মধ্যে সমঝোতার চেষ্টা করেছি, তবে ব্যর্থ হই। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহযোগিতা নেই থানা পুলিশের। পুলিশ উভয় পক্ষকে মীমাংসায় রাজি করিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ বিষয় বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ (ওসি) রুবেল মিয়া বলেন, মোছাঃ আছিয়া আইয়ুব মিনার অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত সাপেক্ষে বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এখানে পক্ষপাতের কোনো সুযোগ নেই।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪