বিশ্বনাথে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেফতার

Ayas-ali-Advertise
বিশ্বনাথে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেফতার।
বিশ্বনাথে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেফতার।
বিশ্বনাথে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেফতার।
বিশ্বনাথে আ.লীগ-স্বেচ্ছাসেবক লীগের ৩ নেতা গ্রেফতার।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে আওয়ামী লীগ সরকার পরিবর্তনের আগের দিন জামায়াত নেতা আমজাদ আলীর ওপর হামলা চালিয়ে তাকে রক্তাক্ত জখম করার অভিযোগে উপজেলা আওয়ামী লীগ ও স্বেচ্ছাসেবক লীগের তিন নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক ও বিদায়সুলপানি গ্রামের রিয়াজ আলীর ছেলে সিরাজুল ইসলাম (৫২), উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা ও সরিষপুর গ্রামের জয়দু মিয়ার ছেলে রফিক মিয়া (৪০), এবং বিশ্বনাথ পৌর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক ও পূর্ব জানাইয়া গ্রামের আবুল কালামের ছেলে শামীম উরফে চাক্কু শামীম (৩২)।

শুক্রবার (১৩ ডিসেম্বর) ভোরে সিলেটের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) রফিকুল ইসলামের নেতৃত্বে তাদের নিজ নিজ বাড়ি থেকে আটক করা হয়।

সূত্র জানিয়েছে, আওয়ামী লীগ সরকারের পরিবর্তনের আগের দিন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কর্মসূচি প্রতিহত করতে দেশীয় অস্ত্র নিয়ে উপজেলা সদরে অবস্থান নেন স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ । এ সময় বাসিয়া ব্রিজে জামায়াত নেতা আমজাদ আলীর ওপর হামলা চালিয়ে তাকে গুরুতর আহত করা হয় এবং তার মোটরসাইকেল ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। পরে আল-হেরা মার্কেটেও ভাঙচুর চালানো হয়।

ঘটনার পরদিন, ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে চলে যান তারা। পরে তাদের বিরুদ্ধে ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও হত্যাচেষ্টার অভিযোগে মামলা হয়। গোপন সংবাদের ভিত্তিতে আজ শুক্রবার ভোরে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ মো. রুবেল মিয়া জানান, পলাতক তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং তাদের সিলেট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪