জামিনে মুক্ত হলেন ভারতে গ্রেফতার হওয়া সিলেটের আলোচিত ৪ নেতা

Ayas-ali-Advertise
মুক্ত হলেন ভারতে গ্রেফতা
জামিনে মুক্ত হলেন ভারতে গ্রেফতার হওয়া সিলেটের আলোচিত ৪ নেতা।
মুক্ত হলেন ভারতে গ্রেফতা
জামিনে মুক্ত হলেন ভারতে গ্রেফতার হওয়া সিলেটের আলোচিত ৪ নেতা।
Facebook
Twitter
WhatsApp

ভারতের কলকাতায় গ্রেফতার হওয়া সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতা জামিনে মুক্তি পেয়েছেন। বুধবার (১১ ডিসেম্বর) রাত পোনে ৯টার দিকে মেঘালয় রাজ্যের জুওয়াই ডিস্ট্রিক কারাগার থেকে মুক্তি পান তারা। এর আগে, দুপুরে জুওয়াই ডিস্ট্রিক ম্যাজিস্ট্রেট আদালত তাদের জামিন মঞ্জুর করেন।

মুক্তি পাওয়া নেতারা হলেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের কার্যকরি কমিটির সদস্য ইলিয়াছ আহমদ জুয়েল, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি ও মহানগর যুবলীগের সহ সভাপতি আব্দুল লতিফ রিপন।

ভারতে অবস্থানরত আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শফিউল আলম চৌধুরী নাদেল বুধবার রাত ১০টার দিকে সিলেটের স্থানীয় গণমাধ্যমগুলোকে নিশ্চিত করে বলেন, “মুক্তি পাওয়া নেতাদের সঙ্গে আমার কথা হয়েছে, তারা বর্তমানে শিলং শহরে অবস্থান করছেন।”

শনিবার গভীর রাতে কলকাতা শহরের হাতিয়াড়া এলাকা থেকে সিলেট আওয়ামী লীগ ও যুবলীগের চার নেতাকে মেঘালয় রাজ্যের ডাউকি থানায় দায়েরকৃত একটি মামলায় (নং ১৯(১০)/২৪) গ্রেফতার করা হয়। পরদিন রোববার, বারাসাত কলকাতা জেলা দায়রা আদালতের বিশেষ ক্রিমিনাল আদালতে তাদের হাজির করা হয়। তবে বিচারক উপস্থিত না থাকায় তাদের মেঘালয়ের জুওয়াই থানায় পাঠানো হয়। সোমবার রাতে তারা জুওয়াই থানায় পৌঁছান এবং মঙ্গলবার আদালতে জামিনের আবেদন জানানো হয়। বুধবার আদালত তাদের জামিন মঞ্জুর করলে রাতেই তারা মুক্তি পান।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪