বিশ্বনাথে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন

Ayas-ali-Advertise
বিশ্বনাথে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন
বিশ্বনাথে ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
বিশ্বনাথে ন্যায্য মূল্যের দোকান উদ্বোধন
বিশ্বনাথে ন্যায্য মূল্যের দোকানের উদ্বোধন করছেন জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে ভোক্তাদের সুবিধার জন্য একটি নতুন ন্যায্য মূল্যের দোকান চালু করা হয়েছে। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্বনাথ বাসিয়া ব্রিজের উত্তরের ঢালে, পৌরসভা ও উপজেলা প্রশাসনের সহায়তায় এই দোকানটি উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক মোহাম্মদ শের মাহবুব মুরাদ।

নতুন এই দোকানটি থেকে গ্রাহকরা ১ লিটার সয়াবিন তেল ১৬৬ টাকায়, ১ কেজি আলু ৭১ টাকায়, ১ হালি ডিম ৪৪ টাকায়, ১ কেজি পেঁয়াজ ৮১ টাকায় এবং ১ কেজি চিনি ১২৪ টাকায় কিনতে পারবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায়, সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের, পৌর নির্বাহী কর্মকর্তা মো. বদরুজ্জামান, সহকারী প্রকৌশলী ভবি মজুমদার, বিশ্বনাথ সাংবাদিক ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম বেগ, সাধারণ সম্পাদক আব্বাস হোসেন ইমরান, বিশ্বনাথ মডেল প্রেস ক্লাবের সাবেক সভাপতি আশিক আলী, বর্তমান সভাপতি (ভারপ্রাপ্ত) কামাল মুন্না, সাধারণ সম্পাদক নবীন সোহেল, বিশ্বনাথ প্রেস ক্লাবের সদস্য নুর উদ্দিন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুনন্দা রায় জানান, ‘উপজেলার জনসাধারণ যাতে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী ন্যায্য মূল্যে ক্রয় করতে পারেন, সে জন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। আপাততঃ পাঁচ রকমের পণ্য নিয়ে প্রতি সপ্তাহে একদিন এই দোকান খোলা থাকবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪