বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিদেশে যাওয়ার প্রস্তুতি চলছে। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি মাসের শেষদিকে উন্নত চিকিৎসার জন্য যুক্তরাজ্য যাবেন তিনি। এর আগে তিনি যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের ভিসা পেয়েছেন বলে দলীয় সূত্রে জানা যায়।
লিভার সিরোসিস, হৃদরোগ, আর্থ্রাইটিস, কিডনি, ডায়াবেটিস এবং চোখের সমস্যায় ভুগছেন ৭৯ বছর বয়সী খালেদা জিয়া। তাকে রাজধানীর বসুন্ধরার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসা দেওয়া হয় এবং বর্তমানে গুলশানের বাসভবন ফিরোজায় চিকিৎসকদের তত্ত্বাবধানে আছেন তিনি। চিকিৎসকরা জানিয়েছেন, তার লিভার প্রতিস্থাপন করতে হবে।
দুর্নীতি মামলায় দণ্ডিত খালেদা জিয়া ২০২০ সালের মার্চে শর্তসাপেক্ষে মুক্তি পান। তবে গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন সংবিধানের ৪৯ অনুচ্ছেদে ক্ষমতাবলে তার দণ্ড মওকুফ করেন।
খালেদা জিয়ার চিকিৎসকরা জানিয়েছেন, প্রথমে তাকে লন্ডনে নেওয়া হবে, সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে তাকে যুক্তরাষ্ট্রের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল সেন্টারে পাঠানো হবে। সেখানে তার লিভার প্রতিস্থাপন করা হবে।
চিকিৎসা শেষে দেশে ফেরার পথে সৌদি আরবে পবিত্র ওমরাহ পালন করারও পরিকল্পনা রয়েছে খালেদা জিয়ার। সেখানে হাতের চিকিৎসাও করানো হতে পারে, যা পূর্বে সৌদিতে করিয়েছিলেন তিনি।
তথ্য সৃত্র কালবেলা