ভারত থেকে ফেরার সময় বিয়ানীবাজার সীমান্তে নারী’সহ আটক ৫

Ayas-ali-Advertise
ভারত থেকে ফেরার সময় বিয়ানীবাজার সীমান্তে নারী’সহ আটক ৫
ভারত থেকে ফেরার সময় বিয়ানীবাজার সীমান্তে নারী’সহ আটক ৫।
ভারত থেকে ফেরার সময় বিয়ানীবাজার সীমান্তে নারী’সহ আটক ৫
ভারত থেকে ফেরার সময় বিয়ানীবাজার সীমান্তে নারী’সহ আটক ৫।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিয়ানীবাজার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে প্রবেশের সময় তিন নারী ও এক শিশুসহ পাঁচজনকে আটক করেছে ৫২ বিজিবি ব্যাটালিয়ন। বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বিজিবি।

আটককৃতরা হলেন যশোরের বেনাপোল উপজেলার কাদমারী গ্রামের মিন্টু শেখের স্ত্রী মোছা. আয়শা খাতুন (৩৭), একই এলাকার লাল মিয়ার স্ত্রী রোকসানা খাতুন (৪০), ব্রাহ্মণবাড়িয়া এলাকার বাদশা শেখের স্ত্রী মোছা. রুমানা (২১), মৃত মুসা শেখের ছেলে মো. বাদশা শেখ (২৭) এবং বাদশা শেখের ছেলে মো. মাহদী ইসলাম (৩)।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৃহস্পতিবার ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়নের (৫২ বিজিবি) অধীনস্থ বড়গ্রাম বিওপির নায়েক রাজু আহমেদের নেতৃত্বাধীন একটি টহল দল সীমান্ত পিলার (১৩৫৯/৫) সংলগ্ন বড়তল এলাকা দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাদের আটক করে।

জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, দালালের মাধ্যমে গত ৩ ডিসেম্বর কুমিল্লার বাগরা সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। পরে ত্রিপুরা থেকে বাসে গৌহাটি যাওয়ার পথে ভারতীয় পুলিশের হাতে আটক হন। দুই দিন পর বৃহস্পতিবার বাংলাদেশে প্রবেশের চেষ্টা করলে বিজিবি তাদের আটক করে।

সর্ম্পকিত খবর: বালাগঞ্জ থানা পুলিশের উদ্যোগে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত

বিজিবি ৫২ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল মেহেদী হাসান বলেন, “ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের দায়ে আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪