সিলেট মহানগরের লালদিঘীরপাড় অস্থায়ী হকার্স মার্কেটে মারধরের ঘটনায় কিশোর মো. জাহিদ খান (১৭) নিহতের ঘটনায় মামলা দায়ের হয়েছে। সোমবার রাতে নিহতের বাবা মো. দুদু মিয়া বাদী হয়ে হত্যা মামলা করেন।
মামলায় গ্রেফতারকৃত একমাত্র অভিযুক্ত ফরহাদ আহমদ (১৬) নামে এক কিশোরকে মঙ্গলবার কিশোর সংশোধনাগারে পাঠানো হয়েছে। সোমবার রাতেই মারধরের ফলে জাহিদ খান নিহত হয়।
নিহত কিশোর জাহিদ খান মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দিঘরখান্দী এলাকার মো. দুদু মিয়ার ছেলে। অপরদিকে, অভিযুক্ত ফরহাদ আহমদ সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকার খায়রুল ইসলামের ছেলে। বর্তমানে ফরহাদ সিলেট নগরের ঘাসিটুলা লামাপাড়া এলাকায় বসবাস করত, আর জাহিদ খান নগরীর লালদিঘীরপাড়ে একটি চায়ের দোকানে কর্মরত ছিল।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে জাহিদ চায়ের দোকানের কর্মচারী হিসেবে লালদিঘীরপাড়ের অস্থায়ী হকার মার্কেটে মাছ বিক্রির স্থান থেকে পানি আনতে গেলে কয়েকজন মাছ ব্যবসায়ী তাকে নিষেধ করেন। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে মাছ ব্যবসায়ীদের পক্ষ নিয়ে ফরহাদ জাহিদকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করে। গুরুতর আহত অবস্থায় জাহিদকে উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সর্ম্পকিত খবর:: লালদিঘীরপাড়ে মাছ ব্যবসায়ীদের আঘাতে কিশোরের মৃত্যু
সিলেট কোতোয়ালি থানার ওসি মো. জিয়াউল হক জানান, মামলায় নিহতের বাবা দুদু মিয়া ফরহাদকে একমাত্র আসামি করেছেন। মঙ্গলবার আদালতে প্রেরণ করা হলে বিচারক ফরহাদকে কিশোর সংশোধনাগারে পাঠানোর নির্দেশ দেন।