Search
Close this search box.

সিলেটের স্বামী হত্যায় তিনজনকে ফাঁসির আদেশ

সিলেটের স্বামী হত্যায় তিনজনকে ফাঁসির আদেশ
সিলেটের স্বামী হত্যায় তিনজনকে ফাঁসির আদেশ। ছবি সংগৃহীত।
সিলেটের স্বামী হত্যায় তিনজনকে ফাঁসির আদেশ
সিলেটের স্বামী হত্যায় তিনজনকে ফাঁসির আদেশ। ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের জাফলংয়ে স্বামীকে খুনের ঘটনায় স্ত্রী, কথিত প্রেমিক ও তার সহযোগীকে ফাঁসির আদেশ দিয়েছে আদালত। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত ৪ এর বিচারক শায়লা শারমিন এ রায় প্রদান করেন। বেঞ্চ সহকারী হিসেবে ছিলেন বিচারক মো. কবির হোসেন।

এ তথ্য নিশ্চিত করেছেন আদালতের অতিরিক্ত পিপি আইনজীবী মো. জালাল উদ্দীন। দণ্ডপ্রাপ্তরা হলেন খুশনাহার (২২), মাহমুদুল হাসান (২২) ও নাদিম আহমদ নাইম (১৯)।

পুলিশ ও আদালত সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৬ এপ্রিল গোয়াইনঘাটের রিভারভিউ হোটেলের ড্রেনে আল ইমরান নামের এক পর্যটকের মরদেহ পাওয়া যায়। পরে পুলিশ লাশ উদ্ধার করে। ঘটনার পর নিহতের স্ত্রী খুশনাহার বেগম পালিয়ে যান।

সর্ম্পকিত খবর: টাংগুয়ার হাওর নিয়ে যে বার্তা দিলেন উপদেষ্টা রিজওয়ানা

পুলিশ জানায়, নিহতের স্ত্রীর সাথে মাহমুদুল হাসানের বিবাহ বহির্ভূত সম্পর্ক ছিল। এর জেরে তারা আল ইমরানকে ঘুমের ঔষধ খাইয়ে শ্বাসরুদ্ধ করে হত্যা করেন। নিহত আল ইমরান কিশোরগঞ্জের নিকলির গুরই ইউনিয়নের আব্দুল জব্বারের ছেলে। তিনি সিলেটের জাফলং বেড়াতে এসে স্থানীয় রিভারভিউ আবাসিক হোটেলে উঠেছিলেন।

পরে নিহতের পিতা গোয়াইনঘাট থানায় মামলা দায়ের করেন। পুলিশ মাহমুদুল হাসান ও নাদিমকে গ্রেফতার করে।

এ বিষয়ে পিপি এডভোকেট জালাল উদ্দীন জানান, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। অপর এক আসামি আব্দুর রকিব নাবালক হওয়ায় তার বিচার শিশু আদালতে হবে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪