নেইমার মাঠে ফেরা নিয়ে যা বললেন ব্রাজিল কোচ

Ayas-ali-Advertise
নেইমার মাঠে ফেরা নিয়ে যা বললেন ব্রাজিল কোচ
ব্রাজিল তারকা নেইমার । ফাইল ছবি
নেইমার মাঠে ফেরা নিয়ে যা বললেন ব্রাজিল কোচ
ব্রাজিল তারকা নেইমার । ফাইল ছবি
Facebook
Twitter
WhatsApp

নেইমারের ক্যারিয়ার যেন চোটের সঙ্গেই বাঁধা। ব্রাজিল তারকার নাম শুনলেই চোটের গল্প উঠে আসে। মাঠে ফেরার চেষ্টা করলেই নতুন করে বাধার মুখে পড়েন তিনি।

দীর্ঘ এক বছর চোটের কারণে খেলার বাইরে থাকার পর সৌদি ক্লাব আল হিলালের হয়ে দুই ম্যাচ খেলতে নেমে আবারও ছিটকে যান নেইমার। এবারের ইনজুরি দেড় মাসের জন্য মাঠের বাইরে পাঠিয়েছে তাকে।

নেইমারবিহীন ব্রাজিল গত এক বছরের বেশি সময় ধরে খেলছে। তবে সেরা তারকাকে ছাড়া দলের পারফরম্যান্স আশানুরূপ নয়। বুধবার (২০ নভেম্বর) ২০২৬ বিশ্বকাপের লাতিন আমেরিকা বাছাইপর্বে উরুগুয়ের বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে ব্রাজিল। এর ফলে টানা দুই ম্যাচে পয়েন্ট হারালো পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে ভেনেজুয়েলার বিপক্ষেও ১-১ গোলে ড্র করেছিল ব্রাজিল। ২০২৪ সালের শেষ ম্যাচ জয় দিয়ে শেষ করতে না পেরে হতাশ ব্রাজিলের কোচ দরিভাল জুনিয়র।

উরুগুয়ের বিপক্ষে পয়েন্ট হারানোর ফলে লাতিন আমেরিকা বাছাইপর্বের পঞ্চম স্থানে নেমে গেছে ব্রাজিল। তাদের ওপরে রয়েছে কলম্বিয়া, ইকুয়েডর, উরুগুয়ে এবং শীর্ষে আর্জেন্টিনা।

দলের এমন দুর্দিনে নেইমারকে মিস করছেন ব্রাজিলের সমর্থকরা। কবে আন্তর্জাতিক ফুটবলে ফিরবেন ব্রাজিলের সর্বোচ্চ গোলদাতা। এ নিয়ে ভক্তদের আগ্রহ তুঙ্গে। স্বাভাবিকভাবেই উরুগুয়ের বিপক্ষে ম্যাচের পর উঠে আসে নেইমারের ফেরার প্রসঙ্গ।

নেইমারের দক্ষতার কথা উল্লেখ করে ব্রাজিল কোচ দরিভাল বলেন, ‘আমি কখনই তার (নেইমার) প্রশংসা লুকাইনি। আমরা সবাই জানি সে কতটা প্রতিভাবান। আমি চাই সে এমন সময় দলে ফিরুক যখন পুরো দল তার পাশে দাঁড়াতে পারবে।’

ব্রাজিলের পরের ম্যাচ ২০২৫ সালের মার্চে কলম্বিয়ার বিপক্ষে বিশ্বকাপ বাছাইপর্বের অংশ। ওই ম্যাচে নেইমারের ফেরার সম্ভাবনা রয়েছে বলে ইঙ্গিত দিয়েছেন দরিভাল।

তিনি বলেন, ‘আমি আশা করি, মার্চে তাকে আবার দেখা যাবে। আমরা চাই, সে যেন পুরোপুরি ফিট হয়ে ফিরে আসে। নেইমারের সঙ্গে জাতীয় দলের পারফরম্যান্স আরও উন্নত হবে। সে যদি ফিট থাকতো তাহলে বাছাইপর্বে আমাদের পথচলা আরও সহজ হতো।’

সর্ম্পকিত খবর: বিশ্বনাথে মিয়ার বাজার প্রিমিয়ার লীগের খেলোয়াড় নিলাম অনুষ্ঠিত

দরিভাল আরও বলেন, তাকে (নেইমার) দলে না ডেকে আমরা সঠিক সিদ্ধান্ত নিয়েছিলাম। কারণ পরে দেখা গেছে সে আবার ইনজুরিতে পড়েছে। আমরা তার অবস্থা পর্যবেক্ষণ করছিলাম এবং যথাযথ পদক্ষেপ নিয়েছিলাম। আমাদের প্রথম লক্ষ্য হলো তাকে সুস্থ করে তোলা। ক্লাবের শর্ত পূরণ করে জাতীয় দলে ফিরে আসুক। কারণ সে অপরিহার্য খেলোয়াড়। আমি নিশ্চিত সে দলে ফিরে ভালো পারফরম্যান্স করবে।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪