সিলেটের কানাইঘাটে বন্ধুর হাতে খুন হয়েছেন কানাইঘাট পৌর ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মো. আব্দুল মুমিন (২৮)। তিনি পৌরসদরের ধনপুর গ্রামের তাজ উদ্দিনের ছেলে।
সোমবার (১৮ নভেম্বর) বিকেলে পৌরসদরের আল-আমিন ফার্মেসির সামনে তার বন্ধু রাজু আহমদ ক্ষুর দিয়ে মুমিনকে আঘাত করলে তিনি গুরুতর আহত হন এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু ঘটে।
সূত্রে জানা যায়, অভিযুক্ত রাজু ছাত্রদলের রাজনীতির সাথে জড়িত ছিলেন। মুমিন ও রাজুর মধ্যে কিছুদিন আগে দ্বন্দ্ব সৃষ্টি হয়। ঘটনার দিন তাদের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয় এবং এক পর্যায়ে রাজু ক্ষুর দিয়ে মুমিনের পেটে আঘাত করেন। এসময় প্রত্যক্ষদর্শীরা এগিয়ে এলে রাজু পালিয়ে যান। পরে মুমিনকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। অভিযুক্ত রাজু পৌরসদরের দুর্লভপুর গ্রামের মৃত জাফর মিয়ার ছেলে।
সর্ম্পকিত:: আদালতে মুখ খুললেন না মার্জিয়া, রিমান্ড শেষে মুনতাহা হত্যার আসামিরা কারাগারে
এ বিষয়ে কানাইঘাট থানার ওসি মো. আব্দুল আউয়াল জানান, মুমিনের লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। অভিযুক্ত রাজুকে গ্রেপ্তারের জন্য একাধিক টিম গঠন করে অভিযান চালাচ্ছে পুলিশ।