১০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ইস্যুর উদ্যোগ নিচ্ছে ইসলামী ব্যাংক

Ayas-ali-Advertise
১০ হাজার কোটি টাকার নতুন শেয়ার
ইসলামী ব্যাংক লিমিডেট।
১০ হাজার কোটি টাকার নতুন শেয়ার
ইসলামী ব্যাংক লিমিডেট।
Facebook
Twitter
WhatsApp

বেসরকারি খাতে পরিচালিত ইসলামী ব্যাংক নতুন করে ১০ হাজার কোটি টাকার শেয়ার ইস্যু করার পরিকল্পনা করছে। সোমবার (১৮ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন ইসলামী ব্যাংকের চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ।

তিনি জানান, ব্যাংকের আমানত ও ঋণের মধ্যে বর্তমানে ২০ হাজার কোটি টাকার ঘাটতি রয়েছে। এ ঘাটতি পূরণে ১০ হাজার কোটি টাকার নতুন শেয়ার ইস্যু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এস আলম গ্রুপের মালিকানাধীন শেয়ার বিক্রি করে বাকি ১০ হাজার কোটি টাকা সংগ্রহ করা হবে।

ওবায়েদ উল্লাহ আল মাসুদ আরও বলেন, এস আলমের শেয়ার বিক্রির জন্য শিগগিরই আদালতে মামলা দায়ের করা হবে। এর পর বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এস আলমের মালিকানাধীন শেয়ার বিক্রির প্রক্রিয়া শুরু হবে।

সর্ম্পকিত খবর: ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ট্রাম্পকে অভিনন্দন জানালেন মুহাম্মদ ইউনূস

চেয়ারম্যান আরও উল্লেখ করেন, শিগগিরই ভিসা পেলে সৌদি আরব সফরে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সেখানে আল রাজি ব্যাংক ও ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংকসহ পূর্বের বিনিয়োগকারীদের সঙ্গে আলোচনা করা হবে। ব্যাংকে তাদের বিনিয়োগ ফিরিয়ে আনতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানান তিনি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪