বালাগঞ্জ পুলিশের অভিযানে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে। আটককৃত দুলাল মিয়া (৩৫) উপজেলার পূর্ব পৈলনপুর ইউনিয়নের জালালপুর গ্রামের বাসিন্দা।
শুক্রবার (১৫ নভেম্বর) দিবাগত মধ্যরাতে জালালপুর থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ১৯০ পিস ইয়াবা এবং নগদ ২০১ টাকা জব্দ করা হয়।
সর্ম্পকিত খবর:: আদালতে মুখ খুললেন না মার্জিয়া, রিমান্ড শেষে মুনতাহা হত্যার আসামিরা কারাগারে
বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ ফরিদ উদ্দিন ভূঁইয়া বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-০৪, তারিখ-১৬/১১/২০২৪।