বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের শিক্ষা ও সমাজসেবামূলক সংগঠন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের টি-শার্ট উন্মোচন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গত শনিবার (১৬ নভেম্বর) বিকেলে স্থানীয় মোরারবাজারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক খলিলুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন। অন্যান্য বক্তারা ছিলেন সহ-সভাপতি আব্দুল বাছিত, সাধারণ সম্পাদক ফাইজুস সালেহীন রিফাত, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সামছি রাহীম, এবং অন্যান্য সংগঠনের গুরুত্বপূর্ণ সদস্যরা।