বালাগঞ্জ উপজেলার মোরারবাজারস্থ গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসা শিশুসদন (এতিমখানা) পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সন্ধ্যায় প্রতিষ্ঠানের অফিসকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গহরপুর আল-ফালাহ একাডেমি দাখিল মাদ্রাসা ও শিশুসদন (এতিমখানা) পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট রাজনীতিক ও শিক্ষানুরাগী হাফিজ আব্দুল হাই হারুন।
শিশুসদন বিভাগের সুপার হাফিজ কুতুব উদ্দিনের পরিচালনায় সভায় বক্তৃতা করেন একাডেমির সাবেক প্রিন্সিপাল ও বর্তমান পরিচালনা কমিটির সদস্য মুহাম্মদ মিজানুর রহমান, জুবের মিয়া, শিশু সদন বিভাগের শিক্ষক আব্দুল গণী, শিক্ষক আল আমিন প্রমুখ। সভায় শিক্ষার মানোন্নয়ন এবং প্রতিষ্ঠানের সার্বিক বিষয়ে বিস্তারিত সিদ্ধান্ত গ্রহণ করা হয়।