Search
Close this search box.

সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরী গ্রেপ্তার

Facebook
Twitter
WhatsApp

সিলেট-২ আসনের সাবেক এমপি ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১ ও র‌্যাব-৯। সোমবার (১১ নভেম্বর) রাতে রাজধানীর উত্তরায় র‍্যাবের যৌথ অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়।

তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মুনীম ফেরদৌস। তিনি বলেন, র‍্যাব-১ এবং র‍্যাব-৯ এর যৌথ অভিযানে রাজধানীর উত্তরা থেকে ইয়াহিয়া চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে।

সর্ম্পকিত খবর:: যে কারণে প্রাণ হারাল কানাইঘাটের মুনতাহা

এর আগে সিলেট নগরীর কুমারপাড়া পয়েন্টে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের ওপর হামলার অভিযোগে ২ অক্টোবর সিলেটের কোতোয়ালি থানায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়। মামলাটি দায়ের করেন কুমারপাড়া এলাকার বাসিন্দা সাবুর আলী সাবু।

উল্লেখ্য, ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির প্রার্থী হিসেবে সিলেট-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন ইয়াহিয়া চৌধুরী। ঔই সময় পরিবেশ ও বন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন তিনি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪