সিলেটের বিশ্বনাথে ‘শাহ ফাউন্ডেশন’-এর উদ্যোগে ‘বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকে’র ট্রাস্টি জামাল উদ্দিন এবং কাদিপুর জামেয়া মারকাজুল উলুম মাদ্রাসা ও এতিমখানার অধ্যক্ষ মাওলানা আবুল খায়েরকে সংবর্ধনা প্রদান করা হয়।
শুক্রবার (৮ নভেম্বর) রাতে পৌর শহরের নতুন বাজারে ফাউন্ডেশনের কার্যালয়ে আয়োজিত এ অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আরও পড়ুন:: বিশ্বনাথে পৌর এলাকায় দিন দুপুরে দুর্ধর্ষ চুরি
সংবর্ধনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা ফুটবল দলের সাবেক খেলোয়াড় আব্দুর রব, সংগঠক আমির আলী, কামাল মিয়া, আক্তার হোসেন, নাজিম উদ্দিন, ওয়াসিম উদ্দিন, সুহেল আহমদ, মুক্তাকিম আহমদ, শাহ লায়েক, তানভীর আহমদ, শাফিন আহমদ, হোসেন আহমদ ও ফিরুজ আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ।