Search
Close this search box.

বিশ্বনাথে পৌর এলাকায় দিন দুপুরে দুর্ধর্ষ চুরি

বিশ্বনাথ পৌর এলাকায় দিন দুপুরে দুর্ধর্ষ চুরি
বিশ্বনাথ পৌর এলাকায় দিন দুপুরে দুর্ধর্ষ চুরি।
বিশ্বনাথ পৌর এলাকায় দিন দুপুরে দুর্ধর্ষ চুরি
বিশ্বনাথ পৌর এলাকায় দিন দুপুরে দুর্ধর্ষ চুরি।
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে পৌরসভার ইলামের গাও গ্রামে শুক্রবার (৮ নভেম্বর) দিন দুপুরে একটি দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটে। এ সময় বাড়ির মালিক সন্জাব আলী ও তার পরিবারের লোকজন বাড়িতে ছিলেন না। এই সুযোগে গ্রীল কেটে ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা নিয়ে যায় চোরেরা।

বাড়ির মালিক সন্জাব আলী জানান, তিনি ও তার পরিবার জুমার নামাজের আগে তাদের মেয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন এবং ছোট ছেলে তুহিনকে বাড়িতে রেখে যান। পরে তুহিনও নামাজে চলে যান। নামাজ শেষে তুহিন বাড়িতে ফিরে এসে দেখতে পান বাড়ির গেটের একটি তালা ভাঙা এবং গ্রীলের একটি রড কেটে ঘরের ভিতরে প্রবেশ করেছে চুরেরা। এ সময় ঘরের আলমারির তালা ভেঙ্গে তার (সন্জাব আলী) স্ত্রীর প্রায় ১০ ভরি স্বর্ণালংকার ও নগদ ১ লক্ষ ২০ হাজার টাকা এবং আলমারিতে রাখা বিভিন্ন মূল্যবান সামগ্রী নিয়ে গেছে চোরেরা।

আরও পড়ুন: বিশ্বনাথ পৌর এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

ঘটনার পর সন্জাব আলী থানা পুলিশকে ফোন করেন এবং পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিদর্শন করেছে বলে জানান তিনি।

এ বিষয় বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া জানান, “পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।”

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪