বাংলাদেশ জামায়াতে ইসলামী বালাগঞ্জ উপজেলার বোয়ালজুড় ইউনিয়ন শাখার উদ্যোগে কর্মী ও সুধী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার (০৭ নভেম্বর) সন্ধ্যায় স্থানীয় মাকড়সি গ্রামে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন সিলেট জেলা জামায়াতের মজলিসে শুরা সদস্য ও বালাগঞ্জ উপজেলা আমীর ডা. মুহাম্মদ আব্দুল জলিল। সভাপতিত্ব করেন মাওলানা ইসমাইল আলী।
আরও পড়ুন: সিলেট মহানগর জামায়াতের ২০২৫-২০২৬ শেসনের কমিটি গঠন
প্রিন্সিপাল মো. আমির আলীর পরিচালনায় সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ও নব-নিযুক্ত সহকারী পাবলিক প্রসিকিউটর এডভোকেট রহমত আলী, বালাগঞ্জ ইউনিয়ন জামায়াতের সভাপতি শফিকুল ইসলাম, সহ-সভাপতি আব্দুস সবুর, বোয়ালজুড় ইউনিয়ন শাখার সহ-সভাপতি মাস্টার আব্দুন নূর,জামায়াত নেতা আজিজুল ইসলাম, লকুছ আলী, আবুল কালাম, মুরাদ হাসান, ইসলামী ছাত্রশিবির বালাগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার সভাপতি আবিদ আলী, বালাগঞ্জ ইউনিয়ন জামায়াতের যুব বিভাগের সভাপতি মারুফ আহমদ লিয়াকত, বোয়ালজুড় ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক গৌছ আলী, ৯নং ওয়ার্ড শাখার সভাপতি হাফিজ আব্দুল মুক্তাদির প্রমুখ।