বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি ও যুব রেড ক্রিসেন্ট বিশ্বনাথ টিমের উদ্যোগে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমীর প্রতিষ্ঠাতা সদস্য সচিব এবং বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সিনিয়র সহ-সভাপতি মোহাম্মদ মিছবাহ উদ্দিনকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
শুক্রবার (৮ নভেম্বর) বিকেলে দক্ষিণ বিশ্বনাথ ইউনাইটেড স্পোর্টিং ক্লাব এন্ড একাডেমীর বিশ্বনাথ পুরানবাজারস্থ কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সমাজকর্মী ও ব্যবসায়ী হোসাইন আহমদ শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে মোহাম্মদ মিছবাহ উদ্দিন বলেন, “রেড ক্রিসেন্ট সোসাইটির তরুণ-তরুণীদের সমাজের কল্যাণমূলক কাজ করতে দেখে আমি আনন্দিত। এ ধরনের সমাজসেবামূলক সংগঠনকে আমি নিজ থেকে সহযোগিতা করব ইনশাআল্লাহ।” তিনি আরও বলেন, “সমাজসেবামূলক সংগঠনগুলোকে এগিয়ে নিতে সবার সহযোগিতা প্রয়োজন। আমাদের স্বপ্ন পূরণে আমরা সবাই নিজেদের অবস্থান থেকে সহায়তার হাত বাড়িয়ে দিতে পারি।”
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিভাগীয় উপপ্রধান জনসংযোগ ও পরিকল্পনা সম্পাদক জাবের আহমদের পরিচালনায় সংবর্ধনা অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের স্থানীয় কমিটির কো-অর্ডিনেটর নিশি কান্ত পাল, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু, সমাজকর্মী আব্দুন নূর, যুক্তরাষ্ট্র প্রবাসী সাইদুর রহমান পলাশ, সংগঠক শরিফুল ইসলাম, এবং কামরান আহমদ।
আরও পড়ুন: বিশ্বনাথে দারুল উম্মাহ আইডিয়াল মাদরাসায় ২ প্রবাসী সংবর্ধিত
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বনাথ টিমের দলনেতা সাদিয়া বিনতে হোসাইন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য আব্দুস সালাম মুন্না, রেড ক্রিসেন্ট সোসাইটির বিভাগীয় উপদল নেতা শাহাদাত বিনতে হোসাইন, স্বাস্থ্য সুরক্ষা সম্পাদক জাহিদুল ইসলাম এবং যুব সদস্য মোস্তাক আহমদ, সুমন আহমদ, সাদিয়া বেগম, ছাইমা বেগম, ফাতেমা আক্তার লিজা, পলাশ দেব, শেখ শিপুসহ অনেকে।