বিশ্বনাথের “দারুল উম্মাহ আইডিয়াল মাদরাসা”র পক্ষ থেকে যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আব্দুর রাজ্জাককে সংবর্ধনা প্রদান করা হয়। বৃহস্পতিবার (৭ নভেম্বর) সকাল ১১টায় মাদরাসার হলরুমে আনুষ্ঠানিকভাবে তাদেরকে এ সংবর্ধনা প্রদান করা হয়।
মাদরাসার পরিচালনা কমিটির সভাপতি ও খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং মাদরাসার প্রিন্সিপাল গিয়াস উদ্দিন সাদী’র সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুক্তরাজ্য প্রবাসী আলহাজ্ব মন্তাজ আলী ও আলহাজ্ব আব্দুর রাজ্জাক।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদরাসা পরিচালনা কমিটির সদস্য মাস্টার ইমাদ উদ্দিন, সাবেক মেম্বার আব্দুস ছোবহান, সমাজসেবী জাহেদুর রহমান, মাও. শুয়াইবুর রহমান, অভিভাবক সদস্য সাইফুর রহমান, এবং শিক্ষকদের মধ্যে মাওলানা হাবিবুর রহমান।
আরও পড়ুন: বিশ্বনাথে ‘এলাহাবাদ ইসলামিয়া আলীম মাদ্রাসা’র এডহক ক’মি’টি অনুমোদ’ন
শুরুতে কোরআন থেকে তেলাওয়াত করেন মাদ্রাসার শিক্ষক মাও. সাইফুর রহমান।
এ সময় উপস্থিত ছিলেন আবু সাঈদ, শরীফ উদ্দিন, আমিনুর রশীদ, সুহেল মিয়া, মো. ইব্রাহিম আলী, মো. এনামুল হক, এবং জগলু মিয়া প্রমুখ।