Search
Close this search box.

বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতের হানা!

বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতের হানা!
বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতের হানা!
বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতের হানা!
বিশ্বনাথে প্রবাসীর বাড়িতে গভীর রাতে ডাকাতের হানা!
Facebook
Twitter
WhatsApp

সিলেটের বিশ্বনাথে এক প্রবাসীর বাড়িতে মুখোশধারী সশস্ত্র ডাকাত দল ডাকাতির চেষ্টা চালায়। রবিবার (৩ নভেম্বর) গভীর রাতে উপজেলার লামাকাজী ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে কাতার প্রবাসী বিলাল আহমদের বাড়িতে এই ঘটনা ঘটে। ডাকাতরা বাড়ির গ্রীল কেটে বারান্দায় প্রবেশ করে এবং ভেতরের তালা ভেঙে প্রধান গেট খুলে রাখে। তবে বাড়ির লোকজনের শব্দ পেয়ে রুমের আলো জ্বালালে তারা দ্রুত পালিয়ে যায়।

সিসিটিভি ফুটেজে দেখা যায়, হাফপ্যান্ট পরা মুখোশধারী ডাকাত দলের ৪-৫ জন সদস্য বারান্দায় প্রবেশ করছে। তাদের হাতে দেশীয় অস্ত্র ও কিছুজনের হাতে আগ্নেয়াস্ত্রও দেখা যায়। ভেতরে ঢুকে গেটের তালা খুলে দিলেও কিছুক্ষণ পর দ্রুতই সেখান থেকে পালিয়ে যায় তারা।

আরও পড়ুন: বিশ্বনাথে পানিতে ডুবে শিশুর মৃত্যু

বিলালের ভাই দুলাল আহমদ জানান, ‘রাত ৩টা থেকে সাড়ে ৩টার মধ্যে অস্ত্রধারী ডাকাতেরা আমাদের বাড়িতে প্রবেশ করে। গ্রীল কেটে বারান্দায় চলে আসে। এ সময় পাশের রুম থেকে আমার ভাবী ফোন করে জানান যে কেউ গেট খুলছে। তখন আমি জেগে আলো জ্বালাই। বাহিরে গিয়ে কিছু না দেখে আবার ঘুমিয়ে পড়ি। পরদিন দুপুরে গ্রীল কাটার বিষয়টি নজরে আসার পর সিসিটিভি ফুটেজ চেক করে বুঝতে পারি যে ডাকাতির হাত থেকে অল্পের জন্য রক্ষা পেয়েছি আমরা।’

বিষয়টি নিয়ে কথা হলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুবেল মিয়া জানান, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। গৃহকর্তা অভিযোগ করলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। এমনকি কেউ অভিযোগ না করলেও আমরা নিজেরা তদন্ত চালিয়ে যাব।’

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ