Search
Close this search box.

বালাগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

বালাগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বালাগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বালাগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
বালাগঞ্জে হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
Facebook
Twitter
WhatsApp

বালাগঞ্জ উপজেলা সদরস্থ তাহফিজুল কুরআন একাডেমি আয়োজিত হিফজুল কুরআন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) সকাল ১০টা থেকে অনুষ্ঠিত এ প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন ইয়াকুবিয়া হিফজুল কুরআন বোর্ড ওসমানীনগর শাখার সভাপতি হাফিজ সিরাজুল ইসলাম, বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক হাফিজ জহি উদ্দিন চৌধুরী, হযরত শাহজালাল (রহ.) প্রস্তাবিত কামিল মাদরাসার হিফজ শাখার প্রধান হাফিজ জাহিদুর রহমান, তালামীযে ইসলামিয়া কেন্দ্রীয় পরিষদের প্রশিক্ষণ সম্পাদক হাফিজ কুতুব আল ফরহাদ।

তাহফিজুল কুরআন একাডেমির পরিচালক মো. তৌরিছ আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ তাহফিজুল কুরআন একাডেমির সভাপতি হাজী আব্দুল মান্নান, বাংলাদেশ আনজুমানে আল ইসলাহ বালাগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা গিয়াস উদ্দিন তালুকদার, জাবালে নূর বাঙ্গালীয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আব্দুল হাকিম, রিফাতপুর লতিফিয়া হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ ফয়জুর রহমান, রফিনা একাডেমি ইসলামিক স্কুলের প্রধান শিক্ষক হাফিজ ইসমাইল আলী, বদরুন নাহার হাফিজিয়া মাদ্রাসার প্রধান শিক্ষক হাফিজ আতিকুর রহমান চৌধুরী, হাসামপুর মাদ্রাসার প্রধান শিক্ষক, বালাগঞ্জ উপজেলা আল ইসলাহ’র অফিস সম্পাদক হাফিজ বদরুল আলমসহ অনেকে।

আরও পড়ুন: বালাগঞ্জে জাতীয় সমবায় দিবস পালন

প্রতিযোগিতায় বালাগঞ্জ উপজেলার ১৬টি প্রতিষ্ঠানের ৪০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতায় ১ম স্থান অর্জন করেন তাহফিজুল কুরআন একাডেমির শিক্ষার্থী জাকারিয়া জামান তামিম, ২য় স্থান অর্জন করেন শাহ গফুর আলী মাদ্রাসার শিক্ষার্থী আব্দুল মুনাঈম এবং ৩য় স্থান অর্জন করেন তাহফিজুল কুরআন একাডেমির শিক্ষার্থী সাইফুল ইসলাম সায়মন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪