নানা কর্মসূচি পালনের মধ্য দিয়ে বালাগঞ্জে ৫৩তম জাতীয় সমবায় দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে শনিবার (২ নভেম্বর) দুপুরে বালাগঞ্জ উপজেলা সমবায় অফিসের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বর্ণাঢ্য সমবায় র্যালি শেষে উপজেলা হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা উৎপল চক্রবর্তী।
নিরাপদ সমাজ উন্নয়ন সংস্থার সভাপতি শাহাব উদ্দিন শাহীনের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সরকার মামুনুর রশীদ।
আরও পড়ুন: সুনামগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪ অনুষ্ঠিত
সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন বালাগঞ্জ থানার অফিসার ইন-চার্জ মো. ফরিদ উদ্দিন ভূইয়া, উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. সালাহ উদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় দেবনাথ, সমাজসেবা কর্মকর্তা মো. জুয়েল আহমদ, যুব উন্নয়ন কর্মকর্তা এ.কে.এম আহম্মদ উল্লাহ, পল্লীবিদ্যুৎ বালাগঞ্জ জোনালের এ.জি.এম আলাউল হক সরকার, সমাজসেবক মো. মাসুক মিয়া, শিক্ষক আহমদ আলী, সাংবাদিক হেলাল আহমদসহ সমবায়