সুনামগঞ্জ জেলার কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৪’ সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (২ নভেম্বর) জেলার ১১টি উপজেলায় ১৮টি পরীক্ষা কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৫ম থেকে ১০ম শ্রেণির প্রায় সাড়ে ৭ হাজার শিক্ষার্থী অংশগ্রহণ করে।
সকাল থেকেই প্রতিটি কেন্দ্র ছিলো শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতিতে মুখরিত। অভিভাবকরা জানান, শিক্ষার্থীদের মেধা বিকাশে এ ধরনের জ্ঞানভিত্তিক আয়োজন বেশি হলে তারা পড়ালেখায় মনোযোগী ও প্রতিযোগিতামূলক মনোভাব অর্জন করবে।
পরীক্ষা চলাকালে সুনামগঞ্জ জেলার পুলিশ সুপার আনোয়ার হোসেন, আলহেরা জামেয়া ইসলামিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম আজাদ, এবং সিলেট মহানগরীর সাবেক চেয়ারম্যান মাওলানা মাহমুদুর রহমান দিলাওয়ারসহ কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সুনামগঞ্জ জেলার চেয়ারম্যান মনিরুজ্জামান পিয়াস ও ভাইস-চেয়ারম্যান মেহেদী হাসান তুহিন বিভিন্ন কেন্দ্র পরিদর্শন করেন। এ সময় বিভিন্ন থানার ওসিরা এবং কিশোরকণ্ঠ জেলা ফোরামের উপদেষ্টা ও পৃষ্ঠপোষকরাও কেন্দ্রগুলো পরিদর্শন করেন।
উল্লেখ্য, পরীক্ষার ফলাফল খুব শীঘ্রই কিশোরকণ্ঠের পেইজ ও স্থানীয় গণমাধ্যমে প্রকাশ করা হবে।