Search
Close this search box.

অর্থবহ রাষ্ট্র সংস্কার ছাড়া প্রতিষ্ঠানগুলো জাতির কল্যাণে আসবে না- ড. সাজেদুল করিম

অর্থবহ রাষ্ট্র সংস্কার ছাড়া প্রতিষ্ঠানগুলো জাতির কল্যাণে আসবে না- ড. সাজেদুল করিম
বক্তব‌্য রাখছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. সাজেদুল করিম।
Facebook
Twitter
WhatsApp

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মো. সাজেদুল করিম বলেছেন, বাংলাদেশে নিরাপত্তা ও উজ্জ্বল ভবিষ্যতের অভাবের কারণে বিগত সময়ে দেশের অনেক মেধাবী তরুণ-তরুণী দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছেন। এ পরিস্থিতি মোকাবিলায় রাষ্ট্র মেরামতের প্রক্রিয়াগুলোতে অর্থবহ সংস্কার আনা অত্যন্ত জরুরি, অন্যথায় কোনো প্রতিষ্ঠানই জাতির প্রকৃত কল্যাণে আসতে পারবে না।

তিনি শনিবার (২ নভেম্বর) বিকেলে বিশ্বনাথ প্রেসক্লাবের আয়োজনে ‘ফ্যাসিবাদ ও ব্যর্থ রাষ্ট্রের বিপরীতে রাষ্ট্র সংস্কার: প্রেক্ষিত সাম্প্রতিক বাংলাদেশ’ শীর্ষক সেমিনারে প্রধান আলোচক হিসেবে এ কথা বলেন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে সেমিনারে বিশেষ আলোচকের বক্তব্যে দৈনিক জালালাবাদ সম্পাদক মুকতাবিস-উন-নূর বলেন, রাষ্ট্র সংস্কার এর পূর্বে নিজেকে সংস্কার করতে হবে। পাশাপাশি এখন দেশকে রক্ষা করতে হলে নাগরিক ঐক্য, সামাজিক ঐক্য এবং রাজনৈতিক ঐক্য খুবই প্রয়োজন।

কী-নোট স্পীকার হিসেবে বক্তব্য শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সহকারী অধ্যাপক ড. এম. মুজিবুর রহমান বলেন, গণ-অভ্যুত্থানের সফলতা সাধারণ জনগণের দারগড়ায় পৌছে দেওয়ার লক্ষ্যে অর্থবহ রাষ্ট্র সংস্কারের মাধ্যমে গণতন্ত্রের উত্তরনের যাত্রা ত্বরান্বিত করা প্রয়োজন।

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় আলোচনায় অংশ নেন বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার, বিশ্বনাথ পৌর বিএনপির সভাপতি হাজী মো. আব্দুল হাই, যুগ্ম-সম্পাদক আব্দুল জলিল, সাংগঠনিক সম্পাদক গোবিন্দ মালাকার, বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি মিজানুর রহমান মিজান, কাজী মুহাম্মদ জামাল উদ্দিন, বিশ্বনাথ মহিলা কলেজের সভাপতি মোহাম্মদ মোছন, আলোকিত সুরের সভাপতি কাওছার আহমদ, রেসকিউ লাইফ ফাউন্ডেশনের সভাপতি আব্দুন নূর তোষার ।

স্বাগত বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন। সেমিনারের শুরুতে কোরআন তেলাওয়াত করেন প্রেসক্লাবের সদস্য আব্দুস সালাম মুন্না।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ প্রেসক্লাবের কোষাধ্যক্ষ জামাল মিয়া, সদস্য শহিদুর রহমান, নুর উদ্দিন, মোহাম্মদ নুরুল ইসলাম, আহমদ আলী হিরণ, সফিকুল ইসলাম সফিক, সমুজ আহমদ সায়মন, সুজিত দেব, ফারুক আহমদ, মাজহারুল ইসলাম সাব্বির, বিএনপি নেতা দিলসাদ আহমদ, যুবনেতা ইসলাম উদ্দিন, সমাজসেবী হাফিজুল ইসলাম, জয়নাল উদ্দিন, রজু আহমদ, সুন্দর আলীসহ বিভিন্ন শ্রেণী ও পেশার ব্যক্তিবর্গ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত