Search
Close this search box.

লেবাননে শান্তি প্রতিষ্ঠায় মুসলিম ভোটারদের সমর্থন চাইলেন ট্রাম্প

লেবাননে শান্তি প্রতিষ্ঠায় মুসলিম ভোটারদের সমর্থন চাইলেন ট্রাম্প
রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প । ছবি সংগৃহীত।
লেবাননে শান্তি প্রতিষ্ঠায় মুসলিম ভোটারদের সমর্থন চাইলেন ট্রাম্প
রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্প । ছবি সংগৃহীত।
Facebook
Twitter
WhatsApp

যুক্তরাষ্ট্রে ৬০তম প্রেসিডেন্ট নির্বাচন আর মাত্র ৫ দিন পর অনুষ্ঠিত হতে যাচ্ছে । এ নিয়ে ইতোমধ্যে বিশ্বজুড়ে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী হিসেবে অংশ নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প।

লেবাননে শান্তি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়ে মুসলিম ভোটারদের উদ্দেশ্যে ট্রাম্প সামাজিক মাধ্যমে দাবি করেছেন, তিনি মধ্যপ্রাচ্যে স্থিতিশীলতা ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে কাজ করবেন।

৩০ অক্টোবর এক্স হ্যান্ডেলে ট্রাম্প লেখেন, তার প্রশাসনের সময় মধ্যপ্রাচ্যে শান্তি বজায় ছিল। তিনি আশা করছেন, তা আবার ফিরিয়ে আনতে পারবেন। ট্রাম্প কমলা হ্যারিস এবং জো বাইডেনের নীতির কারণে সৃষ্ট সমস্যাগুলোর সমাধান করতে এবং লেবাননে দুর্ভোগ ও ধ্বংস রোধ করতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে চান, যাতে ৫ বা ১০ বছর পরপর সেখানে অস্থিতিশীলতার পুনরাবৃত্তি না ঘটে।

আরও পড়ুন: শান্তিতে নোবেল পেল জাপানের সংস্থা নিপ্পন হিডানকিও

ট্রাম্প আরও উল্লেখ করেন, লেবাননের সব সম্প্রদায়ের মধ্যে সমান অংশীদারিত্ব নিশ্চিত করতে চান তিনি এবং লেবাননের জনগণ যেন শান্তি, সমৃদ্ধি ও সম্প্রীতির পরিবেশে জীবনযাপন করতে পারেন, সেই ব্যবস্থা করবেন। মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসরত লেবানিজ সম্প্রদায়ের প্রতি তার জন্য ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। যাতে শান্তি প্রতিষ্ঠার এই লক্ষ্যকে সমর্থন দিতে পারেন তারা।

গত ১ বছর ধরে গাজায় ইসরায়েলের নিপীড়নের কারণে মুসলিম ভোটাররা নির্বাচনের ফলাফল প্রভাবিত করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। এ পরিস্থিতিতে মুসলিম ভোটারদের আকৃষ্ট করতে বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন ট্রাম্প ও কমলা হ্যারিস।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪