যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম. এ মালিক বলেছেন, “আমাদের বিশ্বাস শিগগির নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করা হবে। বিএনপির বিরুদ্ধে অনেক অত্যাচার ও নির্যাতন হয়েছে, তবুও আমরা টিকে আছি। বিএনপির বিরুদ্ধে ষড়যন্ত্র করলে সফল হবে না।”
তিনি আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) সন্ধ্যায় বালাগঞ্জ উপজেলার দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তৃতাকালে উপরোক্ত কথাগুলো বলেন। এম. এ মালিক দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, “বিএনপি জনগণের সংগঠন, আপনাদের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে হবে। আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের পাশে থাকতে চাই। আপনাদের যেকোন প্রয়োজনে আমাকে ডাকবেন।”
তিনি বালাগঞ্জ উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সায়েম আহমদ সুহেল হত্যা মামলার সকল আসামীদের অবিলম্বে গ্রেফতার ও শাস্তির দাবি জানান।
আরও পড়ুন: অটোরিক্সা শ্রমিক ইউনিয়ন গহরপুর শাখার নতুন কমিটি গঠন
বালাগঞ্জের মোরারবাজারে দেওয়ান বাজার ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাদির সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আব্দুল আলম পিন্টুর পরিচালনায় জনসভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার রিয়াসাদ আজিম হক আদনান।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন যুক্তরাজ্য বিএনপির সাংগঠনিক সম্পাদক, বালাগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদাল মিয়া, সিলেট জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল মুর্শেদ, সিলেট জেলা বিএনপির গণশিক্ষা বিষয়ক সম্পাদক সাহিদুল হক সোহেল, সিলেট জেলা বিএনপির সদস্য ও দেওয়ান বাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল আলম, বালাগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি লুৎফুর রহমান, সাংগঠনিক সম্পাদক সাইফুল আহমদ সেফুল, এবং জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেট জেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক ও নবনিযুক্ত এডিশনাল পিপি এডভোকেট ইকবাল আহমদ প্রমুখ।