সিলেট জেলা অটোরিক্সা (সিএনজি) শ্রমিক ইউনিয়ন (রেজি. নং-চট্ট-৭০৭)’র অন্তর্ভুক্ত বালাগঞ্জ গহরপুর উপ-পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে গত ২২ অক্টোবর স্থানীয় মোরারবাজারস্থ সংগঠনের কার্যালয় প্রাঙ্গণে একটি সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় সভাপতি মো. জাকারিয়া।
আরও পড়ুন: বালাগঞ্জে আদালতের অভিযানে প্রায় ১২ হাজার টাকা জরিমানা আদায়
সভায় বক্তৃতা করেন এবং উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক মো. শাহাব উদ্দিন, প্রচার সম্পাদক মোহাম্মদ আলী, সিলেট জেলা কমিটির সদস্য মো. রাজা মিয়া, সহকারী সভাপতি এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ। সভায় সাবেক সভাপতি মো. আব্দুল জলিলকে সভাপতি এবং মো. সুনাব আলীকে সাধারণ সম্পাদক করে ৯ সদস্যবিশিষ্ট গহরপুর উপ-পরিষদের ২ বছরের মেয়াদী কমিটি গঠন করা হয়। নবগঠিত কমিটির অন্য সদস্যরা হলেন সহ-সভাপতি মো. আব্দুল্লা মিয়া, সহ সাধারণ সম্পাদক মো. রুমান আলী, সাংগঠনিক সম্পাদক মো. রুবেল আহমদ এবং সদস্যরা মো. মিজানুর রহমান, মো. মঈন উদ্দিন, মো. জাবেদ আহমদ এবং মো. দিলোয়ার আহমদ।
এদিকে, নবগঠিত কমিটিকে গত ২৪ অক্টোবর সংগঠনের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে অনুমোদন প্রদান করা হয়েছে।