Search
Close this search box.

জানা গেল রমজান শুরুর সম্ভাব্য তারিখ

জানা গেল রমজান শুরুর সম্ভাব্য তারিখ
জানা গেল রমজান শুরুর সম্ভাব্য তারিখ
জানা গেল রমজান শুরুর সম্ভাব্য তারিখ
জানা গেল রমজান শুরুর সম্ভাব্য তারিখ
Facebook
Twitter
WhatsApp

মুসলিম সম্প্রদায়ের অন্যতম পবিত্র মাসহলো রমজান, যার জন্য ধর্মপ্রাণ মুসলিমরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। হিজরি ক্যালেন্ডার অনুযায়ী, শাবান মাসের পরই আসে রমজান। সে হিসাবে রমজান শুরুর অপেক্ষা মাত্র চার মাস। এরই মধ্যে ২০২৫ সালের সম্ভাব্য রমজান শুরুর তারিখ ঘোষণা করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। (খবর: গালফ নিউজ)।

সোমবার (২৮ অক্টোবর) দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, ২০২৫ সালের ১ মার্চ আমিরাতে রোজা শুরু হতে পারে। তার আগে আকাশে হিজরি রমজান মাসের চাঁদ দেখা যাবে।

মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যমটি জানায়, রমজান মাসের ক্ষণগণনা শুরু হয়ে গেছে, বাকি আছে মাত্র চার মাস। এ সময় রমজান শুরুর সম্ভাব্য তারিখ নিয়ে পূর্বাভাস দিয়েছে দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটি।

সোসাইটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোজার শুরুর তারিখ নির্ভর করছে হিজরি জমাদিউল আউয়াল মাসের চাঁদ দেখার ওপর। আগামী ৩ নভেম্বর এই চাঁদ দেখা যেতে পারে।

আরও পড়ুন: হালাল উপার্জন অল্প হলেও বরকতপূর্ণ- মিজানুর রহমান আজহারী

চাঁদ দেখার পরেই নিশ্চিত করা যাবে রোজার সঠিক দিনক্ষণ। দ্য ইমেরিটাস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান গালফ নিউজকে জানান, সম্ভবত আগামী বছরের ১ মার্চ আমিরাতে রমজান শুরু হবে, তবে সবকিছু চাঁদ দেখার ওপর নির্ভরশীল।

উল্লেখ্য, সাধারণত সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যে রোজা শুরুর একদিন পর বাংলাদেশে পবিত্র রমজান মাস শুরু হয়। সেই হিসাবে বাংলাদেশে ২ মার্চ রোজা শুরু হতে পারে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪