যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে সিলেটগামী বিমানে ক্রু ও পাইলটের সাথে অসদাচরণের অভিযোগে ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমেদ খান নামে এক যাত্রীকে আটক করেছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ। অভিযোগ রয়েছে, ওই যাত্রী কেবিন ক্রুদের শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। আটকের পর তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।
সূত্রে জানা গেছে, যুক্তরাজ্যের ম্যানচেস্টার থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 208 ফ্লাইটের যাত্রী বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ নাগরিক ফয়েজ আহমেদ খান যাত্রাকালে অন্যান্য যাত্রীদের সাথে অসদাচরণ করেন। যাত্রীরা বিষয়টি কেবিন ক্রুদের জানালে, তিনি তাদের সাথেও খারাপ আচরণ করেন এবং শারীরিকভাবে লাঞ্ছিত করেন। এমনকি বিমানের পাইলটও তার অসদাচরণের শিকার হন।
আরও পড়ুন: আলোচিত ছাত্রদল নেতা সায়েম সুহেল হত্যা মামলার আসামী গ্রেফতার
পরবর্তীতে, স্থানীয় সময় বেলা ১টা ৫ মিনিটে ফ্লাইটটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর সিভিল এভিয়েশন ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মকর্তাদের অবহিত করা হলে ফয়েজ আহমেদ খানকে আটক করা হয়।
ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক মো. হাফিজ আহমদ জানান, আটক যাত্রীকে দ্রুত বিমানবন্দর থানায় হস্তান্তর করা হবে।