বালাগঞ্জে এইচএসসি ও আলিম উত্তীর্ণদের সংবর্ধনা প্রদান এবং শিক্ষা সেমিনার অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (২৬ অক্টোবর) সকালে উপজেলার গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উদ্যোগে এ সংবর্ধনা প্রদান করা হয়।
উপজেলার দেওয়ান বাজার ইউনিয়নের মোরারবাজারস্থ নেহার কমিউনিটি সেণ্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তৃতা করেন ইউনিভার্সাল কলেজ সিলেটের কো-অর্ডিনেটর মো. রেজাউল করিম। আলোচক হিসেবে বক্তৃতা করেন জামিয়া ইসলামিয়া হোসাইনিয়া গহরপুর মাদরাসার শিক্ষক মুফতি আব্দুর রহমান তাহমিদ। সভাপতিত্ব করেন গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সভাপতি আব্দুল মুহাইমিন।
পরিষদের সাধারণ সম্পাদক ফায়েজুস সালেহিন রিফাত ও সহ ধর্ম বিষয়ক সম্পাদক আব্দুল হাফিজ মিছবাহ’র পরিচালনায় অনুষ্ঠানে সম্মানীত অতিথি হিসেবে বক্তৃতা করেন দেওয়ান আব্দুর রহিম হাইস্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক এবং গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের উপদেষ্টা খলিলুর রহমান, শায়খুল হাদিস আব্দুল কাইয়ুম হাজীপুরী, প্রভাষক জাকারিয়া টিপু, মো. শিহাবুল হক, মো. সিরাজুল ইসলাম। গহরপুর আল ফালাহ একাডেমির শিশু সদনের সুপার হাফিজ কুতুব উদ্দিন আহমদ, হাজী আব্দুল জলিল, আছরারুর রহমান, নাসির উদ্দিন, জুনেদ আহমদ, কুতুব উদ্দিন, গহরপুর ছাত্রকল্যাণ পরিষদের সহ-সভাপতি আব্দুল বাছিত, কামরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সামসী রাহিম, প্রচার সম্পাদক রাহাত উদ্দীন, শিক্ষা বিষয়ক সম্পাদক জামিল আহমদ নাহিম, পাঠাগার সম্পাদক হাফিজ তুহেল আহসান, প্রকাশনা সম্পাদক সুলতান আহমদ, ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা সাইফুর রহমান, অন্যান্য কর্মকর্তা রিপন আহমদ, কাওছার আহমদ, মারজান আহমদ, রাহাত হোসাইন, আরিয়ান তানভীর, আরিফুর ইসলাম জামি, এবাদুর রহমান শাহগুল, মামুন আহমদ, আব্দুল আহাদ, সজীব আহমদ, মুস্তাফিজুর রহমান, হাসান আহমদ এবং এইচএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থী আসাদুজ্জামান রিয়াদ প্রমুখ।
অনুষ্ঠানে ১শ ৫০ জন শিক্ষার্থীকে সম্মাননা ক্রেস্ট প্রদানের পাশাপাশি ৩শ শিক্ষার্থীকে কলম উপহার দেয়া হয়।