ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করিম চরমোনাই ঘোষিত কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটের বিশ্বনাথে সদস্য সংগ্রহ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ অক্টোবর) বিকেল ৫টায় উপজেলার বাসিয়া ব্রিজে এ কর্মসূচি পালিত হয়।
আরও পড়ুন: ধনে-জনে আলোকিত জনপদ বিশ্বনাথকে এগিয়ে নিতে সাংবাদিকদের ভুমিকা অপরিসীম
সংগঠনের বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আমীর উদ্দিনের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের সিলেট জেলা সভাপতি আরিফুল ইসলাম শামীম, ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা সেক্রেটারি মাশুকুর রহমান শিকদার এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ থানা শাখার সহ-সভাপতি মুহাম্মাদ খালেদ আহমদ। এছাড়াও, সংগঠনের অঙ্গ-সহযোগী নেতৃবৃন্দ কর্মসূচিতে অংশ নেন।