Search
Close this search box.

সিলেট বোর্ডে এইচএসসি ফলাফলে বৃদ্ধি পেয়েছে পাসের হার ও জিপিএ-৫

সিলেট বোর্ডে এইচএসসি ফলাফলে বৃদ্ধি পেয়েছে পাসের হার ও জিপিএ-৫
মাধ‌্যমিক ও উচ্চ মাধ‌্যমিক শিক্ষা বোর্ড সিলেট।
Facebook
Twitter
WhatsApp

সিলেট শিক্ষা বোর্ডে এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে পাসের হার ও জিপিএ-৫ উভয়ই বৃদ্ধি পেয়েছে। এবারের পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ, যা গত বছরের তুলনায় ১৩ দশমিক ৭৭ শতাংশ বেশি। গত বছর পাসের হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ।

সিলেট বোর্ডে এবছর জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬৯৮ জন শিক্ষার্থী, যা গত বছরের ১ হাজার ৬৯৯ জনের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো: জাকির আহমদ মঙ্গলবার (১১ অক্টোবর) সকাল ১১টায় বোর্ডের সম্মেলনকক্ষে ফলাফল প্রকাশ করেন। এরপর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অরুন চন্দ্র পাল বিস্তারিত ফলাফল তুলে ধরেন।

এবারের এইচএসসি পরীক্ষায় ৮৩ হাজার ১৫৬ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেন, যার মধ্যে ৭১ হাজার ১২ জন উত্তীর্ণ হয়েছেন।

আরও পড়ুন: বালাগঞ্জে পর্তুগাল বি’এন’পি নেতা শেখ মিনহাজ সংবর্ধিত

ছাত্রীদের অগ্রগতি সব সূচকে স্পষ্ট। ৪৯ হাজার ৩৫৪ জন ছাত্রী পরীক্ষায় অংশ নিয়ে ৪২ হাজার ৬৬১ জন পাস করেছেন, যার পাসের হার ৮৬ দশমিক ০৪৪ শতাংশ। এছাড়া, ৩ হাজার ৮২৯ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন। অন্যদিকে, ৩৩ হাজার ৮১১ জন ছাত্রের মধ্যে ২৮ হাজার ৩৫১ জন পাস করেছেন, তাদের পাসের হার ৮৩ দশমিক ৮৫ শতাংশ। ছাত্রদের মধ্যে ২ হাজার ৮৬৯ জন জিপিএ-৫ অর্জন করেছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত