সিলেটের বিশ্বনাথে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ ব্যবসা প্রতিষ্ঠানকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বুধবার (৯ অক্টোবর) বিশ্বনাথ পৌর শহরের পুরানবাজার, নতুনবাজার, রামপাশা বাজার ও হাবড়া বাজারে এ অভিযান পরিচালিত হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৫ ধারায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন কাদের।
আরও পড়ুন: বিশ্বনাথে বিএনপির সম্পাদকের মামলায় অব্যাহতি পেলেন সুহেল চৌধুরী
তিনি জানান, ‘ব্যবসায়ীদের সীমিত লাভে পণ্য বিক্রি ও প্রতিদিনের মূল্য তালিকা হালনাগাদ করতে নির্দেশনা দেওয়া হয়েছে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে।’