সিলেটে ব্যাংক কর্মকর্তা পরিচয়ে মোবাইল ব্যাংকিং প্রতারণায় ৬ লাখ আত্মসাত

Ayas-ali-Advertise
মোবাইল ব্যাংকিং প্রতারণায় ৬ লাখ আত্মসাত
উদ্ধারকৃত টাকা ভুক্তভোগী নারী হাতে তুলে দিচ্ছে পুলিশ।
মোবাইল ব্যাংকিং প্রতারণায় ৬ লাখ আত্মসাত
উদ্ধারকৃত টাকা ভুক্তভোগী নারী হাতে তুলে দিচ্ছে পুলিশ।
Facebook
Twitter
WhatsApp

সিলেটে ইসলামী ব্যাংকের কর্মকর্তা পরিচয় দিয়ে মোবাইল ব্যাংকিং প্রতারণার মাধ্যমে এক নারীর একাউন্ট থেকে ৬ লাখ ২৩ হাজার ৩৮৭ টাকা আত্মসাতের ঘটনা ঘটে। পুলিশের প্রচেষ্টায় সেই টাকা উদ্ধার করে ভুক্তভোগী নারীকে ফেরত দেওয়া হয়।

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) মিডিয়া বিভাগের অতিরিক্ত উপ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানিয়েছেন, ৯ সেপ্টেম্বর প্রতারকরা একটি ব্যাংকের কর্মকর্তা সেজে দক্ষিণ সুরমার কুতুবপুর এলাকার বাসিন্দা আনোয়ার আলীর স্ত্রী মোছা. সুলতানা বেগমকে ফোন করে। কৌশলে তারা ওটিপি নম্বর নিয়ে তার ব্যাংক একাউন্ট হ্যাক করে মোট ৬ লাখ ২৩ হাজার ৩৮৭ টাকা আত্মসাৎ করে।

আরও পড়ুন: সিলেটে অস্ত্রের মুখে ব্যাংকের ২ লাখ টাকা ছি’ন’তা’ই

এই ঘটনার পর, ১১ সেপ্টেম্বর সুলতানা বেগম কোতোয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি (নং-৯৩৮) দায়ের করেন। পুলিশ প্রযুক্তির সহায়তায় তদন্ত শুরু করে এবং আত্মসাৎ করা অর্থ উদ্ধার করতে সক্ষম হয়। মঙ্গলবার (১ সেপ্টম্বর) উদ্ধারকৃত টাকা ফেরত পাওয়ার পর, সুলতানা বেগম সাধারণ ডায়েরিটি প্রত্যাহার করেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪