Search
Close this search box.

সাভারে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ: নিহত ১

সাভারে শ্রমিক-আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ
বিক্ষোদ্ধ শ্রমিকের একাংশ । ছবি সংগৃহীত
Facebook
Twitter
WhatsApp

সাভারের শিল্পাঞ্চল আশুলিয়ায় শ্রমিক বিক্ষোভের সময় শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষে একজন শ্রমিক নিহত এবং চারজন গুলিবিদ্ধ হয়েছেন। এছাড়া অন্তত আরও ৩০ জন আহত হয়েছেন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর অন্তত পাঁচটি গাড়ি বিক্ষুব্ধ শ্রমিকরা ভাঙচুর করেছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে টঙ্গী-আশুলিয়া-ইপিজেড সড়কের জিরাবো এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম কাউসার হোসেন খান, তিনি বরিশালের মেহেন্দিগঞ্জের বাসিন্দা এবং ম্যাঙ্গোটেক্স কারখানার অপারেটর ছিলেন।

এনাম মেডিকেল কলেজ হাসপাতালের ডিউটি ম্যানেজার ইউসুফ আলী একজন মারা যাওয়ার বিষয় নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ তিনজন শ্রমিককে হাসপাতালে আনা হলে, তাদের মধ্যে একজন মারা যান এবং বাকি দুজনের চিকিৎসা চলছে।

বিক্ষুব্ধ শ্রমিকদের ভাষ্যমতে, সকালে মন্ডল গ্রুপের শ্রমিকদের সঙ্গে মালিকপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর আলোচনা ব্যর্থ হলে শ্রমিকরা বিক্ষোভ শুরু করেন। আশপাশের কারখানার শ্রমিকরাও তাদের সঙ্গে যোগ দেন। সংঘর্ষের সময় শ্রমিকরা র‌্যাব ও পুলিশের কয়েকটি গাড়িতে হামলা চালায়।

আরও পড়ুন: মধ্যরাতে ইন্টারনেট সেবা চার ঘণ্টা বন্ধ থাকতে পারে

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আইনশৃঙ্খলা বাহিনী লাঠিচার্জ করে এবং এক পর্যায়ে গুলি ছোঁড়ে। গুলিবিদ্ধ চারজনকে স্থানীয় পিএমকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া লাঠিচার্জের ফলে অন্তত ৩০ জন শ্রমিক আহত হয়েছেন।

এ ঘটনায় শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার সারোয়ার আলমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত