Search
Close this search box.

একদিনে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু

একদিনে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু
Facebook
Twitter
WhatsApp

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে একদিনে দুটি মর্মান্তিক ঘটনা ঘটে। শনিবার (২৮ সেপ্টেম্বর) করচার হাওরে খেলতে গিয়ে পানিতে ডুবে দুই ভাইয়ের মৃত্যু হয়। একই দিনে, বজ্রপাতে নিহত হন মুক্তিখলা গ্রামের একজন শ্রমিক।

নিহত শিশুদের মধ্যে একজন রাধানগর এলাকার বাসিন্দা ফজলুল হকের ছেলে ইউনুস মিয়া (৮) এবং অন্যজন শক্তিয়ারখলা গ্রামের মনোয়ার হোসেন ময়নার ছেলে আরাফাত হাসান মেহেদী (৭)। তারা সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

প্রত্যক্ষদর্শীরা জানান, আরাফাত তার মামার বাড়িতে থেকে পড়াশোনা করছিল। শনিবার দুপুরে মামাতো ভাই ইউনুস ও আরাফাত করচার হাওরে খেলতে গিয়ে পানিতে নামে। এসময় ইউনুস ডুবে গেলে আরাফাত তাকে বাঁচানোর চেষ্টা করে, তবে দুজনেই পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর ইউনুসের লাশ ভেসে ওঠে, পরে আরাফাতের লাশও উদ্ধার করা হয়।

আরও পড়ুন: সিলেটে মাজারের পবিত্রতা ও শৃঙ্খলা রক্ষার দাবিতে মানব’বন্ধন

এদিকে একই দিনে বজ্রপাতে মুক্তিখলা গ্রামে এক শ্রমিকের মৃত্যু ঘটে। নিহত ব্যক্তি ইমদাদুল ইসলাম (৫০), তিনি মৃত ফজর আলীর ছেলে। দুপুরে বাড়ির সামনে কাজ করার সময় বজ্রপাতের শিকার হন তিনি।

বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাউছার আলম জানান, বজ্রপাতে একজন এবং পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত