বাংলাদেশ জামায়াতে ইসলামি বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে ২৭ সেপ্টেম্বর শুক্রবার বিকেলে পনাউল্লাহ বাজার শাহজালাল কমিউনিটি সেন্টারে সিরাতুন্নবী মাহফিল অনুষ্ঠিত হয়।
আলংকারি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর আব্দুল মুকছিত আখতার সভাপতিত্বে এবং সেক্রেটারি জয়নাল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ মাহফিলে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য ও সিলেট জেলা দক্ষিণের সাবেক আমীর মাওলানা হাবিবুর রহমান।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিলেট জেলা দক্ষিণের সুরা ও কর্মপরিষদ সদস্য এবং বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর নিজাম উদ্দিন সিদ্দিকী।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামি বিশ্বনাথ উপজেলা শাখার সেক্রেটারি মো. মতিউর রহমান, সহকারী সেক্রেটারি মাস্টার বাবুল মিয়া, উপজেলা বাইতুলমাল সেক্রেটারি আশিকুর রহমান, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিশ্বনাথ উপজেলার সভাপতি জাহেদুর রহমান এবং বিশ্বনাথ উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি গিয়াস উদ্দিন সাদী।
আরও পড়ুন: মহানবী (সা.)-এর অবমাননার প্রতিবাদে বিশ্বনাথে বি’ক্ষোভ মি’ছিল ও স’মাবেশ
অন্যান্য বক্তাদের মধ্যে বক্তব্য রাখেন অলংকারি ইউনিয়ন জামায়াতে সহসভাপতি কামাল আহমেদ, সহ সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, অলংকারি ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য ও জামায়াতে ইউনিয়ন শাখার সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান, সদস্য আবুল হোসেন, আবুল কালাম।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল জলিল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, জামায়াত নেতা মকবুল হোসেন, অলংকারি ইউনিয়ন পরিষদের সদস্য বশির উদ্দীন, ফখরুল ইসলাম, রাবেল আহমেদ, নুরুল ইসলাম, যুব নেতা তারেক আহমদ এবং অলংকারি ইউনিয়ন শিবের সভাপতি এমদাদুল হক ফাহিম প্রমুখ।