বিশ্বনাথে কবি, সংগঠক ও গল্পকার শাহ কামাল আহমদের আন্তর্জাতিক সাহিত্য অ্যাওয়ার্ড প্রাপ্তি উপলক্ষে বাংলা সাহিত্য পরিষদ ইউকের পক্ষ থেকে এক আনন্দ সভা ও সাহিত্য আলোচনা গত ২১ সেপ্টেম্বর, শনিবার অনুষ্ঠিত হয়েছে।
বিশ্বনাথের ঐতিহ্যবাহী অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘ কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ ও বিশ্বনাথ সরকারি কলেজের প্রাক্তন অধ্যক্ষ মোঃ সিরাজুল হক।
অনুষ্ঠানে বক্তারা সাহিত্যের প্রচার ও প্রসারে কবি শাহ কামাল আহমদের অনন্য অবদানের ভূয়সী প্রশংসা করেন এবং তাঁর এই প্রয়াস যেন ভবিষ্যতে আরও বেগবান হয়, সেই প্রত্যাশা ব্যক্ত করেন।
উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষ নেছার আহমদের সভাপতিত্বে এবং বাংলা সাহিত্য পরিষদ ইউকে-এর পরিচালক কবি লুৎফুর রহমান তারেকের সঞ্চালনায় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আলোচনা করেন বিশিষ্ট চিকিৎসক, দি ওয়ান পাউন্ড হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও সিইও ডাঃ মোঃ শানুর আলী মামুন, কবি ও গবেষক আব্দুল হাই মোশাহিদ, বিশ্বনাথ উপজেলা সমিতির সাধারণ সম্পাদক শেখ মোঃ আজাদ, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি রফিকুল ইসলাম জুবায়ের এবং বিশিষ্ট সমাজসেবক শাহ জামাল আহমদ।
আরও পড়ুন: বিশ্বনাথে আব্দুল গাফ্ফারের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘের সভাপতি আবুল কালাম রুনু, কবি ও সংগঠক শাহ ফুজায়েল আহমদ, কবি সাদ্দাম হোসেন জুনেদ, অগ্রগামী সমাজকল্যাণ যুব সংঘের যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান নূর, বাংলা সাহিত্য পরিষদ ইউকের পরিচালক শহিদুল হাসান সেলিম, ঈসা তালুকদার, জাকির হোসেন, কবি ও সংগঠক শাহ আব্দুস সালাম এবং বিশ্বনাথ ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য নাজিম উদ্দীন রাহিনসহ আরও অনেকে।
উপস্থিত ছিলেন শাহ শহিদুল ইসলাম সুজা, হাবিবুর রহমান উজ্জ্বল, শাহ সুহিত, আফজাল হোসেন সায়েম, শাহ জুম্মান প্রমুখ।