সিলেটের বিশ্বনাথে শারদীয় দুর্গা পূজার উপলক্ষে উপজেলা ও পৌর জামায়াত-শিবিরের শীর্ষ নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেছেন উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। বুধবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে পৌর শহরের একটি রেস্টুরেন্টে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়। সভায় এবারও উপজেলার ২৫টি পূজা মন্ডপে সুষ্ঠু, সুন্দর ও আনন্দঘন পরিবেশে শারদীয় দুর্গা পূজা উদযাপনের লক্ষ্যে ব্যাপক আলোচনা করা হয়।
আরও পড়ুন : বিশ্বনাথ প্রেসক্লাবে সাম্প্রতিক বাংলাদেশ প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠক
উপজেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি সুনীল কান্তি দে’র সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিভাংশু গুন বিভু’র পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের আমীর নিজাম সিদ্দিকী, সেক্রেটারি মতিউর রহমান, পৌর জামায়াতের আমীর মাস্টার ঈমাদ উদ্দিন, নায়েবে আমীর এএইচএম আক্তার ফারুক, সেক্রেটারি আব্দুস সোবহান, পৌর ছাত্র শিবিরের সভাপতি রিয়াজ উদ্দিন, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি শংকর দাস শংকু, সাবেক সহ-সভাপতি রুপক কুমার দেব, উপজেলা পূজা উদযাপন পরিষদের যুগ্ম সম্পাদক কাজল মালাকার, প্রচার সম্পাদক প্রণঞ্জয় বৈদ্য অপু এবং বিশ্বনাথ মডেল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নবীন সুহেল প্রমুখ।