Search
Close this search box.

বিশ্বনাথ প্রেসক্লাবে সাম্প্রতিক বাংলাদেশ প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠক

সাম্প্রতিক বাংলাদেশ প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠক
সাম্প্রতিক বাংলাদেশ প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক অনুষ্ঠিত গোলটেবিল বৈঠক। 
Facebook
Twitter
WhatsApp

সাম্প্রতিক বাংলাদেশ : প্রবাসীদের প্রত্যাশা শীর্ষক গোলটেবিল বৈঠক মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) রাতে বিশ্বনাথ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। 

বিশ্বনাথ প্রেসক্লাব সভাপতি রফিকুল ইসলাম জুবায়েরের সভাপতিত্বে উক্ত গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্য রাখেন সংবিধান বিশেষজ্ঞ, বাংলাদেশ সুপ্রীম কোর্টের বিশিষ্ট আইনজীবী ও যুক্তরাজ্যের বারা অব নিউহ্যামের সাবেক ডেপুটি স্পীকার ব্যারিস্টার নাজির আহমদ।

গোলটেবিল বৈঠকে বক্তারা বলেছেন, প্রবাসীরা দেশে আসলে এয়ারপোর্ট থেকে শুরু করে জন্মনিবন্ধন, জাতীয় পরিচয়পত্র,বাংলাদেশী পাসপোর্ট, জায়গা-জমিসহ বিভিন্ন বিষয় নিয়ে নানা সমস্যা পোহাতে হয়। এসব হয়রানী থেকে বাঁচতে চায় প্রবাসীরা। হয়রানীর কারণে যাতে প্রবাসীরা দেশে আসা বন্ধ না করে। সেই বিষয়টি লক্ষ রেখে আমাদের দেশকে সাজাতে হবে। বক্তারা আরো বলেন, একটি নিরাপদ, বাসযোগ্য পৃথিবী হোক সবার আশ্রয়স্থল। প্রবাসীরা বিদেশে থাকলেও দেশের প্রতি টান থাকে সবচাইতে বেশী। যার কারণে প্রবাসীরা বারবার দেশে আসেন এবং আর্থসামাজিক উন্নয়ন এবং আর্তমানবতার সেবায় প্রতিবছর কোটি কোটি টাকা দান করেন। দেশ সম্পর্কে প্রবাসীদের সকল নেতিবাচক ধারনা দূর করতে দ্রুত সময়ের মধ্যে প্রবাসীদের দুঃখ ও কষ্টের কথা শুনে প্রতিকার করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারে কাছে গোলটেবিল বৈঠকের আলোচনায় বক্তারা দাবী জানান। পাশাপাশী সরকার এর কাজে আরো গতি আনতে প্রয়োজনে মেধাবী প্রবাসীদেরকে কাজে লাগানোর জন্য বক্তারা মতামত প্রকাশ করেন। 

বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ সিরাজুল হক, যুক্তরাজ্যের বিশিষ্ট আইনজীবি ব্যারিস্টার আহমেদ এ মালিক, যুক্তরাজ্যের সলিসিটর আব্দুল হামিদ টিপু, ইউনাইটেড ওলামা কাউন্সিলট ইউ.এস ইনক এর প্রেসিডেন্ট মাওলানা লুৎফুর রহমান ক্বাশেমী, উত্তর বিশ্বনাথ আমজদ উল্লাহ ডিগ্রী কলেজের অধ্যক্ষ নেছার আহমদ, বিশ্বনাথ প্রবাসী এডুকেশন ট্রাস্ট ইউকের সাধারণ সম্পাদক গোলজার খান, দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডাক্তার শানুর আলী মামুন, বিশ্বনাথ প্রেসক্লাবের প্রতিষ্টাতা সদস্য বিশিষ্ট 

শিক্ষাবিদ মাষ্টার মুহাম্মদ ইমাদ উদ্দিন, বিশ্বনাথ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দয়াল উদ্দিন তালুকদার।

আরও পড়ুন: বিশ্বনাথে শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা রেখা রানী দাস সংবর্ধিত

বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি তজম্মুল আলী রাজু’র পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী মোঃ জামাল উদ্দিন , বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন। গোলটেবিল বৈঠকে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বনাথ উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা আব্দুল মতিন, বিশ্বনাথ প্রেসক্লাবের সদস্য শহিদুর রহমান, সুজিত দেব, মাজহারুল ইসলাম সাব্বির, সংগঠক মো.জায়েদ আলী, মোজাম্মেল হক, আনোয়ার হোসেন, আফজল মিয়া, তাজুল ইসলাম, ফাহিম আহমদ, নাছির উদ্দিন, সাব্বির আহমদ।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত