জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এ সিলেটের বিশ্বনাথ উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা রানী দাসকে সংবর্ধনা দিয়েছে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) সকালে আনুষ্ঠানিকভাবে তাকে ফুলেল শুভেচ্ছা ও ক্রেস্ট প্রদানের মাধ্যমে সংবর্ধিত করা হয়।
বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সহসভাপতি গোলাম আকবরের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মো. আলিম উদ্দিনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক, বিদ্যালয়ের শিক্ষক ভুলু রানী দাস, বাওনপুর গ্রামের মবুল হোসেন, মাসুক মিয়া, বাবুল হোসেন বাবলু, জহিরুল ইসলাম মিন্টু, কামাল আহমদ, সুমন আহমদ, হেলাল আহমদ।
অনুষ্ঠানের শুরুতে ক্বোরআন থেকে তেলাওয়াত করেন হাফেজ জাবেদ আহমদ।
আরও পড়ুন:: দৌলতপুর দাখিল মাদ্রাসায় কম্পিউটার ল্যাবের উন্নয়নে অনুদান দিলেন গুলজার খান
বিশ্বনাথের শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত হওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করে রেখা রানী দাস বলেন, আগামীতে বাওনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে শ্রেষ্ঠ বিদ্যালয় হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব।