Search
Close this search box.

ভারতের বিশেষ অনুরোধে ইলিশ রফতানি হচ্ছে, জানালেন উপদেষ্টা

ইলিশ রফতানি হচ্ছে
বক্তব‌্য রাখছেণ প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার
Facebook
Twitter
WhatsApp

দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের অনুরোধের পরিপ্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় ইলিশ রফতানির অনুমতি প্রদান করেছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার।

রবিবার (২২ সেপ্টম্বের) সচিবালয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের এক বৈঠকে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এ তথ্য জানান।

উপদেষ্টা বলেন, বাণিজ্য মন্ত্রণালয় নিজস্ব সিদ্ধান্ত অনুযায়ী ইলিশ রফতানির অনুমতি দিয়েছে। দুর্গাপূজার জন্য ভারতের বিশেষ অনুরোধ ছিল, যা মন্ত্রণালয় বিবেচনায় নিয়ে অনুমোদন প্রদান করেছে।

গত মাসে শেখ হাসিনা সরকারের পতনের পর রাজনৈতিক উত্তেজনা ও বিক্ষোভের মধ্যে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে, যার ফলে ভারতের সঙ্গে সম্পর্ক কিছুটা উত্তেজনাপূর্ণ হয়। সেই সময় মৎস্য ও প্রাণিসম্পদবিষয়ক উপদেষ্টা ইলিশ রফতানি বন্ধের ঘোষণা দিয়েছিলেন।

আরও পড়ুন :: বায়তুল মোকাররমে ফিরে আসেন আগের খতিব, দুপ’ক্ষের মধ্যে সংঘ’র্ষ

কিন্তু কিছুদিন পর, ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার পূর্বের সিদ্ধান্ত থেকে সরে আসে এবং দুর্গাপূজা উপলক্ষ্যে ভারতের জন্য ইলিশ রফতানির অনুমতি দেয়।

বাণিজ্য মন্ত্রণালয়ের একটি সূত্র জানিয়েছে যে, এই সিদ্ধান্ত সরকারের উচ্চ পর্যায়ের সাথে আলোচনা করে চূড়ান্ত করা হয়েছে।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪

আরও খবর

সর্বশেষ সংবাদ

সর্বাধিক পঠিত