সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রীয়াজ। বুধবার (১৮ সেপ্টেম্বর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে দেওয়া প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে, ১১ সেপ্টেম্বর জাতির উদ্দেশে দেওয়া ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ছয়টি সংস্কার কমিশন গঠনের ঘোষণা দেন, যেখানে সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে ড. শাহদীন মালিকের নাম উল্লেখ করা হয়েছিল। পরে তার পরিবর্তে আলী রীয়াজের নাম অন্তর্ভুক্ত করা হয়।
আরও পড়ুন :: কর্মস্থলে অনুপস্থিত পুলিশদের আর দায়িত্বে ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
আলী রীয়াজ ইলিনয় স্টেট ইউনিভার্সিটির ডিস্টিংগুইশড অধ্যাপক এবং আটলান্টিক কাউন্সিলের সিনিয়র ফেলো। তিনি শিগগিরই দেশে ফিরবেন এবং দায়িত্ব গ্রহণ করবেন। পেশাগত ব্যস্ততার কারণে ড. শাহদীন মালিক এ দায়িত্ব পালন করতে অপারগ হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে গণমাধ্যমকে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল।
বুধবার নতুন গঠিত ছয়টি কমিশনের প্রধানদের নিয়ে প্রধান উপদেষ্টা ড. ইউনূসের সঙ্গে বৈঠক হবে, যেখানে আলী রীয়াজ ভার্চ্যুয়ালি যুক্ত হবেন।