ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলার উদ্যোগে সিলেটের বিশ্বনাথে ১৯শে সেপ্টেম্বর বৃহস্পতিবার আয়োজিত গণসমাবেশ সফল করার লক্ষ্যে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) রাতে উপজেলার দেওকলস ইউনিয়নে মাওলানা আব্দুস শহীদের বাড়িতে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
ইসলামী আন্দোলন বাংলাদেশ বিশ্বনাথ উপজেলা শাখার উপদেষ্টা মাওলানা আব্দুস শহীদের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য রাখেন, বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আমীর উদ্দিন, ছাত্র আন্দোলন সিলেট জেলা সভাপতি আরিফুল ইসলাম শামীম, বিশ্বনাথ থানা সভাপতি সাহেদ আহমদ।
উঠান বৈঠকে উপস্থিত ছিলেন, দেওকলস ইউনিয়নের সমাজ কর্মী আব্দুল হাসিম, মনোহর আলী, সিরাজ আলী, মাওলানা নুরুল ইসলাম, মাওলানা হাবিবুর রহমান, আল-আমিন, নানু মিয়া, আতিক মিয়া, বশির মিয়া, উস্তার আলী, ফাজায়েল, রাজু মিয়া, সেলিম, জুবেল আহমদ প্রমুখ।
বৈঠকে বক্তারা বলেন, আগামী বৃহস্পতিবার বিশ্বনাথ উপজেলায় ইসলামী আন্দোলন বাংলাদেশের এক গণসমাবেশ অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা মাহমুদ হাসান (এলএলবি)। নেতৃবৃন্দকে অনুরোধ করা হয় যে, সবাই যেন নিজ নিজ অবস্থান থেকে সহযোগিতা করেন যাতে এই গণসমাবেশ সুন্দর ও সফলভাবে সম্পন্ন হয়।
আরও পড়ুন :: ইসলামী ব্যাংক খাজাঞ্চী আউটলেটে গ্রাহক সেবা মাসের আলোচনা সভা অনুষ্ঠিত
এসময় বিশ্বনাথ উপজেলার সকল শ্রেণীর মানুষকে ইসলামী আন্দোলন বাংলাদেশের গণসমাবেশে উপস্থিত থাকার অনুরোধ জানান সংগঠনের উপজেলা সভাপতি মাওলানা মুহাম্মাদ আমীর উদ্দিন।