Search
Close this search box.

কর্মস্থলে অনুপস্থিত পুলিশদের আর দায়িত্বে ফিরতে দেওয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

Ayas-ali-Advertise
অনুপস্থিত পুলিশদের আর দায়িত্বে ফিরতে দেওয়া হবে না
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
অনুপস্থিত পুলিশদের আর দায়িত্বে ফিরতে দেওয়া হবে না
স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী
Facebook
Twitter
WhatsApp

অপকর্মে জড়িত থাকার কারণে অনেক পুলিশ সদস্য কর্মস্থলে যোগ দিচ্ছেন না। বুধবার (১৮ সেপ্টেম্বর) গাজীপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, যারা এখনও কাজে যোগ দেননি, তাদের আর যোগদান করতে দেওয়া হবে না।

তিনি আরও বলেন, পুলিশের যেসব সদস্য অপরাধে জড়িত, তাদের কোনোভাবেই ক্ষমা করা হবে না।

আরও পড়ুন :: সারা দেশে বিচারিক ক্ষমতা পেল সেনাবাহিনী

পুলিশ সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ১ আগস্ট থেকে মঙ্গলবার পর্যন্ত পুলিশের ১৮৭ জন সদস্য কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এর মধ্যে ডিআইজি পদমর্যাদার ১ জন, অতিরিক্ত ডিআইজি ৭ জন, পুলিশ সুপার ২ জন, অতিরিক্ত পুলিশ সুপার ১ জন, সহকারী পুলিশ সুপার ৫ জন, পুলিশ পরিদর্শক ৫ জন, এসআই ও সার্জেন্ট ১৪ জন, এএসআই ৯ জন, নায়েক ৭ জন এবং ১৩৬ জন কনস্টেবল রয়েছেন।

বিশ্বনাথনিউজ২৪ডটকম / বিএন২৪