সামাজিক যোগাযোগমাধ্যমে ২৬ সেপ্টেম্বরকে ঘিরে ব্যাপক আলোচনা চলছে। নেটিজেনরা নানা তথ্য ও অনুমান নিয়ে আলোচনা করছেন এবং ফেসবুক সার্চের ফলাফলে দেখা গেছে প্রায় ১ লাখ ৪৬ হাজার ব্যবহারকারী এ বিষয়ে কথা বলছেন। তবে, আসল ঘটনা কী এবং এর পেছনে কি রহস্য রয়েছে?
আলোচনার কেন্দ্রবিন্দু হলো ‘হামস্টার কমব্যাট’ নামক একটি টেলিগ্রামভিত্তিক গেমিং বট। গেমটিতে বিভিন্ন টাস্ক পূরণ করে এবং ট্যাপ করে গেম কারেন্সি (কয়েন, কি ইত্যাদি) অর্জন করা যায়। ফেসবুক, এক্স ও ইউটিউবে অনেকেই এই গেমটির প্রচারণা চালাচ্ছেন।
তাদের দাবির ভিত্তিতে, ২৬ সেপ্টেম্বর এই গেমটির কয়েনগুলো ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তর করা যাবে। তবে, এই দাবির সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
অনেকে বলছেন, টেলিগ্রামের অনেক অ্যাপ মাঝে মাঝে তাদের গেমস কারেন্সি ক্রিপ্টোকারেন্সিতে রূপান্তরের সুযোগ দেয়, তবে এবারের ঘটনা টিকটকের মাধ্যমে বেশি পরিচিতি পেয়েছে।
অন্যদিকে, অনেকেই এই গুজবকে ভিত্তিহীন মনে করছেন। তাদের মতে, যদি সহজেই কোটিপতি হওয়া যেত, তবে মানুষকে কাজ করতে হতো না। হামস্টারের ৩০০ মিলিয়ন ফলোয়ারদের প্রত্যেককে ২ ডলার করে দেওয়া হলে বিশাল অঙ্কের অর্থ প্রদান সম্ভব হবে কিনা তা নিয়ে প্রশ্ন উঠেছে।
আরও পড়ুন :: হোয়াটসঅ্যাপে এবার আসছে চ্যাট থিম ফি’চা’র
এ বিষয় বিশেষজ্ঞরা জানান, এ ধরনের গুজব সাধারণত অর্থ উপার্জনের উদ্দেশ্যে ছড়ানো হয়। গুজব ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করে আর্থিক সুবিধা নেওয়ার চেষ্টা করা হয়। তারা আরও বলেন, ২৬ সেপ্টেম্বর নিয়ে ছড়ানো গুজবের কোনো ভিত্তি নেই। তাই এই ধরনের গুজবে বিশ্বাস না করে সতর্ক থাকা জরুরি এবং সামাজিক যোগাযোগমাধ্যমে কোনো তথ্য শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করা উচিত।