সিলেট নগরের কালিঘাট এলাকায় একটি ট্রাক থেকে ৮৫ বস্তা ভারতীয় চিনির চালান আটক করেছে পুলিশ। চোরাকারবারীরা চিনির বস্তা ট্রাকের ভিতর রেখে উপরে বালু চাপা দিয়েছিল, তবে নজর এড়াতে পারেনি পুলিশের।
গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) শাহচট্ট রোডের বাণিজ্য ভবনের সামনে থেকে ট্রাকটি আটক করা হয়। পুলিশ আসার খবর পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায়।
আরও পড়ুন :: সিলেটে ব্যবসায়ী ও অটোরিকশাচালকদের সংঘ’র্ষে আহ’ত ২০
সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, ট্রাকের ভিতর চিনির বস্তা রেখে উপরে বালু চাপা দেওয়া হয়েছিল এবং পরে ত্রিপল দিয়ে ঢেকে রাখা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযানে ৮৫ বস্তা ভারতীয় চিনি জব্দ করা হয়, যার বাজার মূল্য প্রায় ৫ লাখ টাকা।
তিনি আরও জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে ৩-৪ জন চোরাকারবারী পালিয়ে যায় এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।